
পেশা নিয়ে শঙ্কায় ফরিদপুরের মৃৎশিল্পীরা
মফিজুর রহমান শিপন , এখন টিভি
১৭ মার্চ ২০২৩, ১৫:৪৩
ফরিদপুরে মৃৎশিল্পের গ্রাম হিসেবে পরিচিত মধুখালীর ঘোপঘাট পালপাড়া বা কুমার পল্লী। দীর্ঘ সময় ধরে মাটির জিনিসপত্র তৈরি করে বাজারজাতের মাধ্যমে আয়-উপার্জন করছেন এই গ্রামের প্রায় অর্ধশতাধিক পরিবার।
বংশপরম্পরায় মাটির জিনিসপত্র তৈরির কাজ পরম যত্নে করছেন মৃৎশিল্পীরা। প্লাস্টিকের সহজলভ্যতার কারণে বর্তমানে মাটির জিনিসের প্রতি অনেকের তেমন আর আগ্রহ নেই।
পালপাড়ায় বিভিন্ন প্রকার রপ্তানিযোগ্য মৃৎশিল্পসামগ্রী তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে ঘর সাজানো সামগ্রী, বিভিন্ন প্রকার ফুলদানি, ওয়াল প্লেট, জীবজন্তুর মডেল, বিভিন্ন প্রকারের ক্রেস্ট, গারলিক পট ও ডিনার সেট। যা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন পূজাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করেন মৃৎশিল্পিরা, যা থেকে আয়ও হয় তাদের। তবে সময়ের সাথে কমেছে অর্ডারের সংখ্যা, এতে শঙ্কায় দিন পার করছেন তাঁরা।
বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে ধরে রেখেছেন ঘোপঘাটের মৃৎশিল্পরা। বর্তমানে মান্ধাতার পদ্ধতির পাশাপাশি বিসিকের সহযোগিতায় আধুনিক পদ্ধতিতেও এ শিল্পের কাজ করছেন তাঁরা।
এএইচ