
বিদ্যুৎ সাশ্রয়ী মসজিদের দৃষ্টান্ত কেরানীগঞ্জের লাল মসজিদ
আরিফ হোসেন , এখন টিভি
১৬ মার্চ ২০২৩, ১৯:১০
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কিংবা বাহারী রঙের আলোকসজ্জা না থাকলেও দিনের বেলায় আলোর অভাব নেই, গরমও নেই এমনই এক মুসলিম স্থাপত্য নিদর্শন বিশ্ব দরবারে নজর কেড়েছে। বলছিলাম মসজিদের শহর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের লাল মসজিদের কথা। এরই মধ্যে মসজিদটি জিতে নিয়েছে সৌদি আরবের আবদুল লতিফ আল জোফান পুরস্কার এবং ইউনেস্কোর দ্য অ্যাওয়ার্ড অফ মেরিট অ্যাওয়ার্ড।
বিশ্ব দরবারে সুনাম অর্জন করা এই মসজিদটি পরিদর্শনে বৃহস্পতিবার (১৬ মার্চ) দক্ষিণ কেরানীগঞ্জে আসেন সৌদি রাষ্ট্রদূত। এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে সৌদি রাষ্ট্রদূত দেড় শ বছরের পুরাতন এই হানাফিয়া জামি মসজিদের স্থাপত্য শিল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন।
মসজিদ পরিদর্শন শেষে মসজিদের স্থাপত্য শিল্পের বিভিন্ন দিক দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন,বাংলাদেশ শক্তিশালী মুসলিম দেশ।এখানে মসজিদগুলিতে সৌদি আরবের মতোই পাঁচ ওয়াক্ত নামাজের সময় আজান হয়।
তিনি আরো বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের চিন্তা মাথায় রেখেই এই মসজিদটি তৈরি করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, মসজিদটি পুরাতন ও নতুনের আধুনিক সংমিশ্রণে নতুন করে নির্মাণ করা হয়েছে। মসজিদটিতে বিদ্যুৎ না থাকলেও প্রাকৃতিকভাবেই আলো-বাতাসের ভালো ব্যবস্থা রয়েছে।
এসআই