Ekhon TV :: এখন টিভি

যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত ছিলো। জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে সকল প্রতিবন্ধকতা পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। সেই ধারাবাহিকতায় সাড়ে তিন বছর ক্ষমতায় থাকাকালে জাতির পিতা ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং ইসলামিক ফাউন্ডেশন আইন জারি করেন।

বঙ্গবন্ধুর চিন্তাধারা ও ইসলামের প্রতি তাঁর নিষ্ঠার ভিত্তিতে বর্তমান সরকার ইসলামী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করেছে।

ইসলামি ভ্রাতৃত্ববোধ ও মূল্যবোধ প্রচারের পাশাপাশি উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের মর্মবাণী প্রচারের লক্ষ্যে ৯৪৩৫ কোটি টাকা ব্যয়ে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত।

২০২১-এ প্রথম ধাপে ৫০টি মডেল মসজিদ এবং গত জানুয়ারিতে দ্বিতীয় পর্বে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে গণভবনে কার্যত এই প্রকল্পের তৃতীয় ধাপের ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ইসলামের কল্যাণে বঙ্গবন্ধুর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

এসময় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও কথা বলেন। তিনি বলেন, দেশে সকল ধর্মের মানুষের সহবস্থান নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন,  ধর্মের নামে র্জঙ্গিবাদ নয়। বিচারের দায়িত্ব আল্লাহর।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আসন্ন রমজান মাস উপলক্ষ্যে নিত্যপণ্যের ভেজাল ও বাড়তি দাম নিয়ে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেন। নিত্যপণ্যের কারসাজির ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, রমজান মাস কঠোরতার মাস। দাম বাড়ানো অপরাধ। খুতবায় ভেজাল না করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।

এই মডেল মসজিদগুলোতে হাজিদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের পূর্ব প্রস্তুতি, গাড়ি পার্কিং সুবিধা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার সুবিধা, ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মেলন কক্ষের ব্যবস্থা থাকবে। 

এসআই

Advertisement
Advertisement
Advertisement