
বিধিমালা ছাড়া পানির দাম ঠিক করতে পারবে না ওয়াসা: হাইকোর্ট
এখনটিভি ডেস্ক, এখন টিভি
১৬ মার্চ ২০২৩, ১৫:১৪
২০২০ সালের এপ্রিল এবং ২০২১ সালের সেপ্টেম্বরে দুইবার পানির দাম বাড়ানো হয়েছিল। এই দুই ধাপে আবাসিক এলাকায় প্রতি ১০০০ লিটারে পানির দাম বেড়েছে ৩ টাকা ৬১ পয়সা। বাণিজ্যিকভাবে বেড়েছে ৪ টাকা ৯৬ পয়সা।
২০২২ সালের সেপ্টেম্বরে, আরেকটি ধাপ বাড়িয়ে ১৫ টাকা ১৮ পয়সা প্রতি হাজার লিটার করা হয়েছিল। আর বাণিজ্যিকভাবে দাম বেড়েছে প্রতি হাজার লিটারে ৪২ টাকা। একই সঙ্গে ওয়াসার কর্মকর্তাদের জন্য তিনটি মূল বোনাসের সমান প্রণোদনা ভাতা ঘোষণা করা হয়।
ওয়াসার এসব সিদ্ধান্ত বাতিল চেয়ে রিট করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ক্যাব।
এ রিটের শুনানি নিয়ে ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করে রুল জারি করেন
বৃহস্পতিবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন। তবে আগের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় দাম বাতিল করা হয়নি।
রিটকারী সংগঠনের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, হাইকোর্ট বিভাগ সবকিছু বিবেচনা করে ওয়াসার মূল্য নির্ধারণ বাস্তবায়নের কার্যকর্ম অবৈধ ঘোষণা করেছে। আর ওয়াসার কর্মচারীদের যে পারফরম্যান্স বোনাস দেওয়া হচ্ছিলো তাও বেআইনি
কোনো নীতিমালা ছাড়াই ওয়াসা যেভাবে পানির দাম বাড়াচ্ছে, তাও বেআইনি ঘোষণা করেছেন হাইকোর্ট। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করবে ওয়াসা
বর্তমান সরকারের ১৪ বছরে ওয়াসার পানির দাম ১৫ গুণ বেড়েছে। বর্তমান এমডি তাকসিম এ খান যখন দায়িত্ব নেন তখন পানির দাম ছিল প্রতি হাজার লিটারে ৬ টাকা ৪ পয়সা।
এসআই