
১০ হাজার নার্স ও ৫ হাজার মিডওয়াইফারি নিয়োগ

নার্সিং পেশার মর্যাদা বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রী
১৫ মার্চ ২০২৩, ১৬:১৬
আজহার লিমন , এখন টিভি
এক দশক পার করলো গাজীপুরের কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল। প্রান্তিক মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই প্রতিষ্ঠান এখন সেবা দিচ্ছে ২৩টি বিশেষায়িত বিভাগেও। আর চাহিদার বিপরীতে এখানে প্রতিষ্ঠিত নার্সিং ইনস্টিটিউট থেকে বের হচ্ছে আন্তর্জাতিক মানের দক্ষ নার্স।
২০১৫ সাল থেকে সফলভাবে নার্সিংয়ে স্নাতক শেষে এরই মধ্যে দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে অবদান রেখে চলেছে ৬টি ব্যাচ।
বুধবার (১৫ মার্চ) এ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো এখানকার গ্রাজুয়েটদের দ্বিতীয় সমাবর্তন। মায়ের স্মৃতি দিয়ে নিজ হাতে গড়া এই ইনস্টিউটের আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতে বিএসসি নার্সিং শেষ করা বিভিন্ন ব্যাচের ২১০ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন সরকারপ্রধান। পরে কৃতি আরও ৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী সম্মাননা নেন শেখ হাসিনার হাত থেকে। পরে নবীন গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বক্তব্য দেন সরকারপ্রধান।
তিনি বলেন, তার দল আওয়ামী লীগ প্রান্তিক মানুষের সেবা পাওয়াকে গুরুত্ব দিয়ে থাকে। যে কারণে ক্ষমতায় এসে নার্সিং পেশার মর্যাদা বাড়িয়েছে তার সরকার।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এ পর্যন্ত প্রায় ৪০ হাজার নার্স নিয়োগ দিয়েছি। অভিজ্ঞ নার্স নিয়োগ দিয়েছি। এবং তাদের ট্রেইনিং এর ব্যবস্থাও করেছি। শুধু দেশেই না, দেশের বাইরেও আমরা আমাদের নার্সদের ট্রেইনিং করাচ্ছি।
এসময় নবীন গ্রাজুয়েটদের আন্তরিকতার সঙ্গে সেবা দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডাক্তারদের কাছ থেকে সহানুভুতি এবং নার্সদের কাছ থেকে সেবা পেয়েই কিন্তু রোগীরা তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তাদের ভেতর আত্মবিশ্বাস জেগে উঠে। ৪ বছরের কঠোর অধ্যবসায়ের ফসল হিসেবে আজকে যারা আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন তারা নিশ্চয়ই জনগণের সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অধীনে এই স্থাপনার সঙ্গে যুক্ত করে আরেকটি মেডিকেল কলেজ নির্মাণেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জেলায় জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথাও বলেন সরকারপ্রধান।
আরএন