
৩ বছরে ৪ বার বাড়লো প্রকল্পের মেয়াদ
নির্মাণ সামগ্রীর দাম বাড়ার অজুহাতে কাজে ধীরগতি
রাকিবুল ইসলাম , এখন টিভি
১৫ মার্চ ২০২৩, ১৫:১০
৩ বছরে ৪ বার প্রকল্পের মেয়াদ বাড়লেও নরসিংদীর ওয়ারি বটেশ্বরে প্রত্ন জাদুঘর ভবন তৈরি শেষ হয়নি। নির্মাণ সামগ্রীর বাড়তি দামের তুলনায় অর্থ বরাদ্দ না বাড়ার কারণ দেখিয়ে কাজ করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। জাদুঘর নির্মাণে এই ধীরগতিতে ক্ষোভ জানান বিশিষ্টজনরা। কাজ শেষ হওয়ার সুনির্দিষ্ট খবর জানাতে পারছে না জেলা প্রশাসন।
দেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান ওয়ারী বটেশ্বর। আড়াই হাজার বছর আগে যা ছিলো একটি সমৃদ্ধ নগর ও বাণিজ্যকেন্দ্র। এখানে উদ্ধারকৃত প্রত্নসামগ্রীর স্থায়ী সংরক্ষণ ও প্রদর্শনের জন্য ২০১৯ সালের ডিসেম্বরে ১ বছর মেয়াদে একটি প্রত্ন জাদুঘরের নির্মাণ কাজ শুরু হয়। ইতোমধ্যে পার হয়েছে ৩ বছরেরও অধিক সময়, প্রকল্পের মেয়াদ বেড়েছে ৪ বার। কিন্তু, সেই প্রত্ন জাদুঘরের আগ্রগতি কতদূর?
১৯৩০ সালে স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান সন্ধান দেন প্রত্নপীঠটির। দীর্ঘসময় পর কেবল ২০০০ সালে ঐতিহ্য অন্বেষণ নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় শুরু হয় খনন কাজ। চলতি বছর এটির ২১ তম বার খনন চলছে। এখানে পাওয়া গেছে নানা প্রত্নবস্তু।
উদ্ধার প্রত্নবস্তুর অল্পকিছু ব্যক্তিগতভাবে সংরক্ষণ করা হলেও বেশিরভাগই নেই এখানে। স্থায়ী সংরক্ষণের লক্ষ্যে প্রত্নজাদুঘর নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালে। ৩ তলা ভবনের প্রকল্প ব্যয় ৭ কোটি ৮৮ লাখ টাকা। জেলা পরিষদের অধীনে কাজ দেয়া হয় রিনা ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ২০২৩ এর জুনে সময়সীমা শেষ হওয়ার কথা। কিন্তু এখনও ৫০ শতাংশ কাজ শেষ হয়নি।
নরসিংদী বিজ্ঞান কলেজের প্রভাষক নাজমুল আলম সোহাগ বলেন, ‘কোন না কোনভাবে এর খনন কাজ হয়। এটি বর্ষার দিনে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয় যেন নষ্ট না হয়।’
নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া বলেন, ‘অনেকেই ওয়ারি বটেশ্বরে প্রত্ন জাদুঘর সম্পর্কে শুনে সেখানে দেখতে গিয়ে আসলে কিছুই দেখতে পাননা। এটা আমাদের জন্য হতাশার।’
নরসিংদী পরিবেশ আন্দোলনের সভাপতি মাইনুল ইসলাম মিরু বলেন, ‘এই জাদুঘরটি ওয়ারি নাকি বটেশ্বর হবে এই নিয়ে এলাকায় একটা ঝামেলার সৃষ্টি হয়েছে।’
নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ। কিন্তু জেলা পরিষদের দাপ্তরিক জটিলতায় বাড়েনি বাজেট-দাবি ঠিকাদারের। তবে যেকোনো উপায়ে জাদুঘর নির্মাণের দাবি গবেষকদের।
রিনা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী তপন কুমার পাল বলেন, ‘নানা সমস্যায় আমরা কাজ এগুতে পারছিলাম না। একটু সময় লাগবে।’
এদিকে কবে নাগাদ প্রত্ন জাদুঘরটি নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে সে বিষয়ে সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছে।
নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, ‘জাদুঘরটি যদি নির্মাণ শেষ হয় তাহলে এর পাশাপাশি আরও কিছু স্থাপনা সেখানে নির্মাণ করা হবে। এতে এটি হতে পারে এই অঞ্চলের একটা বিশেষ পর্যটন কেন্দ্র।’
গঙ্গাঋদ্ধি নামক এই প্রত্ন জাদুঘরটির নির্মাণ কাজ শেষ হলে অতিদ্রুত এটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে- এমনটাই আশা গবেষক ও শিক্ষকসহ স্থানীয়দের।
আকন