Ekhon TV :: এখন টিভি

কোস্টগার্ডের অভিযানে ১২ হাজার কেজি চিংড়ি জব্দ

কোস্টগার্ডের অভিযানে ১২ হাজার কেজি চিংড়ি জব্দ

বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি

১৪ মার্চ ২০২৩, ১৭:৪১

এখনটিভি ডেস্ক, এখন টিভি

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের পৃথক অভিযানে ১২ হাজার ২৫০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্নয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জের ধলেশ্বরী সেতু এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি বাস ও দুইটি ট্রাকে তল্লাশি চালানো হয়। সেখান থেকে প্রায় ৮ হাজার ২৫০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান।

অন্যদিকে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন মাওয়ায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় বিশেষ অভিযান চালানো হয়। খুলনা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৪ হাজার বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

তিনি আরও বলেন, জব্দ করা চিংড়ির প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকে বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি ছাড়াও অন্যান্য মাছ থাকায় ট্রাক চালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসআই

Advertisement
Advertisement
Advertisement