
জুতার ভেতরে ৭ কেজি সোনা, আটক ৩

উদ্ধারকৃত সোনার আনুমানিক দাম প্রায় ৭ কোটি টাকা
১৪ মার্চ ২০২৩, ১৪:২৬
রাজবাড়ী, এখন টিভি
রাজবাড়ী জেলার পাংশার বাবুপাড়া থেকে নাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের দুই পায়ের জুতার ভিতরে লুকানো ৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নাহিদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
উদ্ধারকৃত ৭ কেজি ৩০০ গ্রাম সোনার আনুমানিক দাম প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পাংশা-চাঁদপুর গ্রামের জনৈক মো: আব্দুল হালিমের বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বড় বনগ্রামের আ. খালেক বিশ্বাসের ছেলে নাহিদুল ইসলাম (২০), বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মোঃ শুকুর আলী শেখের ছেলে মোঃ সাত্তার শেখ (৩৩), কুষ্টিয়া জেলার খোকসা ইউনিয়নের ওসমানপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।
দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়নের পাংশা-চাঁদপুর গ্রামের মো: আব্দুল হালিমের বাড়ির সামনের পাকা রাস্তার উপরে পুলিশের টিম দেখে একটি মোটরসাইকেল যোগে দুইজন ব্যক্তি পালিয়ে যাবার চেষ্টা করে। আভিযানিক টিমের সন্দেহ হলে তাদের গতিরোধ করলে তারা মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশের টিম তখন তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে ছাত্তার জানায়, সে দৌড়ে পালিয়ে যাবার সময় রাস্তার পাশে ৩টি স্বর্ণের বার ফেলে দিয়েছিলো। আসামি ছাত্তারের দেখানো স্থান থেকে সাক্ষীদের উপস্থিতিতে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরবর্তীতে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আসামি নাহিদের পরিহিত উভয় পায়ের জুতার মধ্য থেকে কচটেপে মোড়ানো ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন অনুমান ৭,৩০০ কেজি।
উল্লেখ্য উদ্ধারকৃত ১০টি বারের মধ্যে ৯টি অখন্ড বার এবং বাকি ১টি বারের ভেতর ৬টি ছোট স্বর্ণের বিস্কুট পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। তাদের জব্দকৃত সোনাসহ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশে।
এমএস