Ekhon TV :: এখন টিভি

পাট নিয়ে কাজ করা উদ্যোক্তাদের নিয়ে প্রতিমাসে বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। জাতীয় পাট দিবস উপলক্ষ্যে বহুমুখী পাটপণ্য প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। পরিবেশবান্ধব এই পাটপণ্যের ব্যবহার বাড়াতে সামনে মেলার আয়োজন বাড়ানো হবে বলেও জানান তিনি। বিস্তারিত মেহেরিন এ্যানির প্রতিবেদনে।

একসময় সোনালী আঁশ পাট থেকে শুধু বস্তা বা ব্যাগ বানানো হতো। যেকারণে দেশ-বিদেশি চাহিদার পরিসর তেমন বাড়েনি। তবে এখন বৈচিত্র এসেছে পাটপণ্যে।

পাটের তৈরি ঢেউ টিন যা দিয়ে একদিকে যেমন ঘর তৈরি সম্ভব অন্যদিকে সেই ঘর হবে পরিবেশবান্ধবও।

শুধু পাটের ঢেউ টিন না, মেস্তা পাটের ফল দিয়ে চা পাতা. জেলী নিয়ে কাজ করছে বাংলাদেশ জুট রিসার্চ ইন্সটিটিউট। পাটপণ্যকে বৃহদাকারে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে এবারের বহুমুখী পাট পণ্যমেলায় অংশ নিয়েছে এই প্রতিষ্ঠানটি।

এছাড়াও পাট দিয়ে তৈরি হাতের ব্যাগ, ঝুড়ি, গৃহস্থালী সরঞ্জাম নিয়ে কাজ করছে রোকাইয়া নাজরীন। ২০০৮ সাল থেকে পাটের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছেন এই উদ্যোক্তা। দেশের ভেতরের চেয়ে দেশের বাইরে পাটপণ্যের চাহিদা অধিক এবং লাভও বেশি বলে জানান তিনি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই বহুমুখী পাটপণ্যের মেলায় এবার ৭২ টি স্টল অংশগ্রহণ করেছে। সংশ্লিষ্ট উদ্যোক্তাদের নিয়ে প্রতি মাসে বহুমুখী পাটজাত পণ্যের মেলার আয়োজন করা হবে বলে জানান বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

এছাড়া বিভিন্ন জেলাতেও বহুমূখী পাটপণ্য মেলার আয়োজন করা হবে এবং দেশের বাইরে রফতানির মাধ্যমে বাংলাদেশের পাটপণ্য ছড়িয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

পাঁচদিনের এই প্রদর্শনী শেষ হবে আগামী ১৬ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে

এমএম

Advertisement
Advertisement
Advertisement