Ekhon TV :: এখন টিভি

কর্পোরেট করহার কমানো নতুন সিম বিক্রিতে ২০০ টাকা ভ্যাট প্রত্যাহার চায় রাজস্ব মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর মোর্চা 'এমটব' এনবিআর এর সাথে প্রাক বাজেট আলোচনায় % টার্নওভার কর থেকে আরো কিছুটা কমিয়ে গ্রাহক সেবায় বিনিয়োগ বাড়ানোর সুযোগও দাবি করেছে সংগঠনটি। এদিকে, অবৈধ বিড়ি -সিগারেট উৎপাদন বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ দাবি করেছে তামাক খাতের কোম্পানিগুলো।

টেলিযোগাযোগ এবং ইন্টারনেট ব্যবহারের প্রধান উৎস থেকে শুরু করে আধুনিক ব্যাংকিং, মানি ট্রান্সফার, রাইড শেয়ারিং, কমার্স, -কুরিয়ারসহ নানা খাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মোবাইল ফোনের ওপর নির্ভরশীল। দেশের জিডিপিতে শতাংশের বেশি অবদান আসছে শুধু মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত সেবা থেকেই। মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব বলছে, বাড়তি করের চাপে এখন গ্রাহকদের উত্তম সেবা বিঘ্নিত হচ্ছে। প্রাক বাজেট আলোচনায় তাদের অভিযোগ- শতাংশ টার্ন ওভার কর দিতে গিয়ে এখন মূলধন থেকে কর দিতে হচ্ছে।

এনবিআর সদস্য বলেন, কর কমানোর অনেক দাবি যৌক্তিক। কিন্তু সরকারকে রাজস্ব চাহিদাও বিবেচনায় রাখতে হয়।

অনিবন্ধিত বিড়ি কারখানাগুলো কর ফাঁকি নিয়ন্ত্রণ করাসহ নকল ব্যান্ডরোল ব্যবহার বন্ধের দাবি তোলেন উদ্যোক্তারা। এনবিআর জানায়, তারা এসব অনিয়ম থামানোর চেষ্টা করছেন।

মোবাইল ফোন অপারেটর এবং তামাক পণ্য খাত থেকে এনবিআর প্রতিবছরই সর্বোচ্চ হারে রাজস্ব আদায় করে।

এমএম

Advertisement
Advertisement
Advertisement