
বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩
বিদেশিদের সামনে তুলে ধরা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ
সেলিয়া সুলতানা , এখন টিভি
১২ মার্চ ২০২৩, ১৬:০৮
ভৌগলিক কারণে ও সরকারের নানা উদ্যোগে বাংলাদেশের বিনিয়োগের বাজার লাভজনক। ৭শ'র বেশি দেশি-বিদেশি বাণিজ্য প্রতিনিধির সামনে বাংলাদেশের বাজার ও পরিবেশ তুলে ধরেছেন বাংলাদেশের মন্ত্রী, ব্যবসায়িক সংগঠন ও নীতি নির্ধারণী সংস্থার প্রতিনিধিরা। এসময় বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।
পোশাক রপ্তানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। এছাড়া সিরামিক পণ্য, ফার্মাসিউটিক্যালস, অটোমোবাইলেও প্রবৃদ্ধির অংশীদার। আছে কৃষিপণ্য, পাটপণ্য, স্টিল, অটোমোবাইলের সম্ভাবনা। আর এই সবকিছু এক ছাদের নিচে প্রদর্শনী হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের বাইরের ভ্যানুতে।
বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩। এখন পর্যন্ত বলা যেতে পারে বাংলাদেশে দেশি বিদেশি বহুজাতিক কোম্পানি, ব্যবসায়ী বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের সবচেয়ে বড় মিলনমেলা।
সামিটের দ্বিতীয়দিনের সকালের ট্রিলিয়ন ডলারের মাইলফলকে, বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয় বাংলাদেশের ভৌগলিক অবস্থানের সুবিধা তুলে ধরে। ভারত-চীনের মতো বড় বাজার যেমন বাংলাদেশের কাছেই- একইভাবে সমূদ্রে মাতারবাড়ীর মতো বাণিজ্য হাব। এছাড়া বিনিয়োগের আহ্বান জানাতে গিয়ে বাংলাদেশের বাণিজ্য পরিবেশ নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।
আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের বাণিজ্য উপযোগী অবকাঠামো তুলে ধরেন।
নীতিনির্ধারনী ক্ষেত্রে বাংলাদেশের সব প্রতিষ্ঠান সহযোগী বলে জানান বাণিজ্যমন্ত্রী। শত বিলিয়ন ডলারের লক্ষে এই ট্রেন যেনো ছুটে না যায় সে পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী। সামিটের দ্বিতীয় দিনে কৃষি, আইসিটি, পোশাক রপ্তানি, আবাসন, ব্যাংকসহ নানা সেশনে অংশ নেন বিদেশি ডেলিগেটসরা
এমএম