
সিদ্দিকবাজারের ভবনে বিস্ফোরণের ঘটনায় মামলা

সিদ্দিকবাজারের বিধ্বস্ত ভবন
১০ মার্চ ২০২৩, ১৭:২৯
ঢাকা, এখন টিভি
সিদ্দিকবাজারের বিধ্বস্ত ভবনটি আপাতত দাড় করিয়ে রাখতে কাজ করছে রাজউক। নিখোঁজের আর কোন অভিযোগ নেই। ইতিমধ্যেই নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাড়িয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে থাকলেও তারা উদ্ধার অভিযান চালায়নি। রাজউক লোহার পাইপ দিয়ে ভবনের পিলার মজবুত করার কাজ করছিলো। ভবনটি ঝুঁকিপূর্ণ এমন ব্যানার টানিয়ে দেয়া আছে। রাজউক বলছে, বুয়েটের বিশেষজ্ঞ দলের প্রতিবেদন পাওয়া ছাড়া ভবনটিকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাবে না।
রাজউকের অথরাইজড অফিসার রঙ্গণ মন্ডল বলেন, আমি গতকাল আমাদের যে বুয়েটের বিশেষজ্ঞ টিম আছে তাদের সাথে মোবাইল ফোনে কথা বলেছিলাম। তারা বলেছে ৪৫ দিনের মতো একটা সময় লাগবে। এরপরে আমরা বলতে পারবো এটা ভাঙ্গা হবে না মেরামত করা হবে।
এদিকে এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু জানতে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল, বোম্ব ডিস্পোজাল ইউনিট, র্যাবের ডগ স্কোয়ার্ড কাজ করছে। চতুর্থ দিনে সকালে সিআইডির একটি দল বিস্ফোরণের ধংসাবশেষ থেকে নমুনা সংগ্রহ করে ।
সিআইডির ক্রাইম সিনের এএসপি মিজানুর রহমান বলেন, বাইরে যে সকল জিনিসগুলো ফেলেছে আমরা এগুলোকে একটু পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম যে এখান থেকে কি কি জিনিস নেয়া যায়। এবং কিছু জায়গা থেকে আমরা সোয়াভিং করলাম। দেখা গেছে ভবনের গ্রিল ধরে নাড়ালে সেটি নড়ে যাচ্ছে। একই সঙ্গে দেওয়ালও নড়তে দেখা গেছে। ঘটনাস্থলে এখনো কোনো বিস্ফোরক দ্রব্য বা মিথেন গ্যাস রয়েছে কি না তা জানতেও আলামত নেওয়া হয়েছে।
এদিকে অগ্নি ও গ্যাস দুর্ঘটনা নিয়ে সচেতন করতে ঘটনাস্থালে আসেন কয়েকজন প্রকৌশলী। তারা জানান সচেতনতা না বাড়ালে এই ধরণের দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যাবে না।
রাজধানীর ঝুঁকিপূর্ন ভবন চিহ্নিত করে শিগগিরই পদক্ষেপ নেয়ার দাবি বিশেষজ্ঞদের।
এফএইচ