
উদ্বোধনের অপেক্ষায় খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নেত্রকোণা, এখন টিভি
১০ মার্চ ২০২৩, ১৫:৫৩
উদ্বোধনের অপেক্ষায় নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। ১১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এরই সাথে হাসপাতালটি ৫০ শয্যায় পরিণত হবে। চিকিৎসা সেবায় নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি চিকিৎসা ব্যয় অর্ধেকে নেমে আসবে বলে মত স্থানীয়দের।
বছরের প্রায় সাত মাস পানিতে ডুবে থাকে খালিয়াজুরীর বেশিরভাগ এলাকা। যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে মোটরসাইকেলই এই এলাকার মানুষের ভরসা। বিভিন্ন সময় চিকিৎসার জন্য এখানকার মানুষের যেতে হতো ময়মনসিংহ কিংবা নেত্রকোণা জেলা সদরে। মাত্র একজন চিকিৎসক দিয়েও এখানকার চিকিৎসা সেবা চলেছে। তবে ২০১৭ সালে প্রধানমন্ত্রীর সফরের পর পাল্টে গেছে এই অঞ্চলের স্বাস্থ্যখাত। স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের সেবা থেকে শুরু করে ওষুধও নিয়মিত মিলছে।
স্থানীয়রা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে এখন ল্যাব সুবিধা রয়েছে। প্রতিটি ওয়ার্ডে নার্সদের সহযোগিতা পাওয়া যায়। এছাড়া জরুরি বিভাগে নিয়মিত সেবা পাওয়া যাচ্ছে। আর নতুন ভবনে সেবা কার্যক্রম চালু হলে আমরা আরও বেশি সুবিধা পাবো। এতে করে হাওর এলাকার মানুষের ভোগান্তি কমে যাবে।
২০১৯ সালে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ১৬ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে শেষ হয় এর নির্মাণ কাজ। আর এখানেই হবে আলট্রাসনোগ্রাফি, এক্সরে, ডায়াবেটিস নির্ণয়সহ নানা রোগের পরীক্ষা-নিরীক্ষা।
রোগীরা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে সব সেবা পাওয়া গেলে আমাদের চিকিৎসা ব্যয় কমে যাবে। আর চিকিৎসার জন্য ময়মনসিংহ কিংবা নেত্রকোণা জেলা সদরে যাওয়া লাগবে না।
১৯৯৯ সালে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হয়। দীর্ঘদিন ৩১ শয্যায় পরিচালিত হলেও বর্তমানে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
এএইচ