
পাঁচ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহ প্রতিনিধি, এখন টিভি
১০ মার্চ ২০২৩, ১৩:০২
পাঁচ বছর পর শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে যোগ দেয়ার পাশাপাশি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন রূপে সেজেছে ময়মনসিংহ। আওয়ামী লীগের নেতাকর্মীরাও চাঙা হয়ে উঠেছেন। পুরো এলাকায় চলছে উৎসবের আমেজ।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ময়মনসিংহ নগরী ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। রঙ-তুলির আঁচড়ে বাড়ানো হচ্ছে সাজসজ্জা। জনসভাস্থল সার্কিট হাউজ ময়দানে চলছে নৌকার আদলে মঞ্চ বানানোর শেষ মুহূর্তের প্রস্তুতি। সরকারপ্রধানের এই সফরে ময়মনসিংহ বিভাগে উন্নয়নের ধারা আরও বাড়বে বলে আশা স্থানীয়দের।
স্থানীয়রা বলেন, পাঁচ বছর পর ময়মনসিংহে প্রধানমন্ত্রী আসছেন এজন্য আমরা আনন্দিত। ময়মনসিংহ বিভাগ হয়েছে, আমাদের আশা পূর্ণ হয়েছে। এবার বিভাগে ঠিকঠাকভাবে উন্নয়ন হবে বলে আশা করছি।
এদিকে নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার আগে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। জনসভা সফল করতে এরইমধ্যে প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ। সরকারপ্রধানের এই সফর জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করবে বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, সবার অংশগ্রহণে প্রধানমন্ত্রীর বিভাগীয় সমাবেশ সফল করার প্রস্তুতি চলছে।
ময়মনসিংহের সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, এই অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী যা করেছেন, এর আগে তা কেউ করেনি। আর প্রধানমন্ত্রীর কাছে আমাদের কী প্রত্যাশা, তিনি তা জানেন।
জনসভায় নেতাকর্মীদের আসার সুবিধার জন্য ময়মনসিংহ থেকে ৮টি রুটে বিশেষ ট্রেন সার্ভিস চালু থাকবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা বলেন, পুরো শহরে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পৃথক পরিকল্পনা রয়েছে। সমাবেশ ঘিরে কেউ যেন ভোগান্তির শিকার না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এবারের সফরে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবে বলে জানান জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান।
সবশেষ ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে যান। সে সময় তিনি ১০৩টি প্রকল্প উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
এএইচ