
নারী দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেলের ‘ফ্রি হেলথ ক্যাম্প’

ইউনিভার্সেল মেডিকেলের ‘ফ্রি হেলথ ক্যাম্প’
০৯ মার্চ ২০২৩, ২১:৩৬
ঢাকা, এখন টিভি
প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নারীদের জন্য ‘ফ্রি উইমেন হেলথ ডে’ আয়োজন করে। বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর মহাখালীস্থ হাসপাতালে সকাল ৯ টা থেকে দিনব্যাপী ক্যাম্পটি পরিচালিত হয়। ক্যাম্পে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে আসা বিভিন্ন বয়সী নারীদের বিনা মূল্যে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা দেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (এলপিআর) অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, ডা. রাবেয়া আক্তার, ডা. হাসিনা বেগম, ডা. সানজিদা রহমান, ডা. আজুমান হাই, ব্রেস্ট ও কলোরেক্টাল সার্জন ডা. রুখসানা পারভীন ও ডা. সিফাত তানজিলা, শিশুবিশেষজ্ঞ ডা. মানিফা আফরিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুনীরা আফরোজ সিদ্দিকা, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. নীলুফার রহমান, কিডনি রোগ বিশেষজ্ঞ সারাবন তহুরা, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. পারভীন সুলতানা, ডা. ফারিবা মজিদ, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. মোহনা জামান, ডেন্টাল সার্জন ডা. সোহিনী নয়না তাহের ও ডা. ফারজানা আখতার।
ক্যাম্পে আসা নারীদের সব ধরনের পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়। হেলথ ক্যাম্পের পাশাপাশি নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল একটি নিছক প্রাইভেট হাসপাতাল নয়। সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।
এফএইচ