
গুলিস্তানে বিস্ফোরণে আরও ২ মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২০

গুলিস্তানে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:১৩
এখনটিভি ডেস্ক, এখন টিভি
রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনার দ্বিতীয় দিন বুধবার বিকেল ৩ টা থেকে আবারো অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। বিকাল ৪ টার দিকে ঘটনাস্থল থেকে আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। বুধবার থেক এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি অবস্থায় মারা গেছেন আরো একজন।
বিস্ফোরণে একশরও বেশি মানুষ আহত হন। তাদের মধ্যে ২০জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আরও ১০ জনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৫ টার দিকে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। পরে সেখানে যায় সেনাবাহিনী ও র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।
এসআই