Ekhon TV :: এখন টিভি

দেশের শীর্ষ রেমিট্যান্স অর্জনকারী জেলা কুমিল্লা। জেলার ১৭টি উপজেলায় প্রায় ৬৫ লাখ মানুষ বসবাস করে। যার মধ্যে প্রায় ১৫ লাখ প্রবাসী। প্রতিদিন ভোরের দিকে প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষ জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ভিড় করে। 

পাসপোর্টের আবেদন, নবায়ন ও তথ্য সেবার জন্য প্রতিদিন প্রায় ৩৫ হাজার মানুষের ভিড় সামলান সংশ্লিষ্টরা। আর এই জটিলতা এড়িয়ে সহজে সেবা পেতে অনেকে দালালের ফাঁদে পড়েন।

ভুক্তভোগীরা জানান, অনেক সময় পাসপোর্টে নাম ও জন্মতারিখ ভুল থাকে। এই ধরনের ভুলের জন্য অনেক হয়রানির শিকার হতে হয়, যা দালালরা দ্রুত সমাধান করে দিতে পারে। আবার অনেক সময় প্রতারণার শিকারও হতে হয়।

এই অবস্থায় জেলায় আরেকটি পাসপোর্ট অফিস করার কথা ভাবছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। এরইমধ্যে যোগাযোগের সুবিধাজনক কেন্দ্র বিবেচনায় দাউদকান্দির গৌরীপুরে পাসপোর্ট অফিস স্থাপনের জন্য আবেদন করা হয়েছে।

দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী বলেন, গৌরীপুরে পাসপোর্ট অফিস হলে মানুষ সহজেই নির্ধারিত সময়ে পাসপোর্ট সেবা পাবেন। আর দালালদের দৌরাত্ম্য কমে যাবে।

অন্যদিকে স্থানীয় কর্মকর্তাদের দাবি, তথ্য সঠিক হলে সময়মতো পাসপোর্ট দেওয়া হয়। কোনো কর্মচারীর অনৈতিক কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া দালালমুক্ত অফিস করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক নরুল হুদা বললেন, কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে আমরা সঙ্গে সঙ্গে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করি।

এসআই

Advertisement
Advertisement
Advertisement