Ekhon TV :: এখন টিভি

ফুলবাড়িয়ায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

ফুলবাড়িয়ায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের

০৮ মার্চ ২০২৩, ১১:৪৯

এখনটিভি ডেস্ক, এখন টিভি

গুলিস্তানের ফুলবাড়িয়ায় নর্থ সাউথ রোডের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।  তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স'র পরিচালক লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

ঘটনাস্থলে কাজ করছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। ভবনটি ঝুঁকিপূর্ণ কি না তা দেখার কাজ শুরু করবে ফায়ার সার্ভিস। 

এদিকে বিস্ফোরণে আহত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে বার্ন ইউনিটে ভর্তি নয়জনের অবস্থাও আশঙ্কাজনক। 

নিহতদের পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। 


 

এসএসএস

Advertisement
Advertisement
Advertisement