
ফুলবাড়িয়ায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৮
মোকাররম হোসাইন, এখন টিভি
০৮ মার্চ ২০২৩, ১১:১৮
বিকট বিস্ফোরণের ক্ষতচিহ্ন পড়ে আছে মূল সড়কে। প্রথম দেখায় যে কারও মনে হতে পারে এ যেনে ভয়াবহ মাত্রার ভূ-কম্পনের ধ্বংসযজ্ঞ। কিন্তু এই ধ্বংসস্তুপের কারণ গুলিস্তানের ফুলবাড়িয়ার একটি ভবনের বিস্ফোরণ। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধারকারি দলের যতক্ষণে এমন উদ্ধার তৎপরতা, ততক্ষণে ঝরে গেছে বেশ কয়েকটি প্রাণ, আর হতাহতের সংখ্যা ছাড়িয়েছে শতকের ঘর। ঘটনার ভয়াবহতা যখন আকষ্মিকতায় রুপ নেয় গুলিস্তান এলাকা লোকে লোকারণ্য।
কোনোকিছু বুঝে উঠার আগে বহুতল একটি ভবনের ফ্লোর থেকে বিস্ফোরণের ক্ষত ছড়িয়ে পড়ে সড়কে থাকা বাস, মোড়ে অপেক্ষমান রিক্সা, দোকানপাট ও পথচারীদের উপর। ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশে ততক্ষণে শুরু হয় মানুষের দিগ্বিদিক ছোটাছুটি।
সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিহত ও নিখোঁজ মানুষের খোঁজে আসতে থাকে স্বজনরা। ফায়ার সার্ভিসে উদ্ধারকারি দলের সঙ্গে যোগ দেন সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থা।
একে একে বেরিয়ে আসে ১৮ জনের মৃতদেহ। আহত ও নিহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অগ্নিদগ্ধদের নেওয়া হয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে।
বেশ পুরাতন এই ভবনটির বিস্ফোরণে প্রথম তলা থেকে তৃতীয় তলা মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত রয়েছে চতুর্থ থেকে সপ্তম তলা। বেশি ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলোয় থাকা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী, উপস্থিত ক্রেতা আর ভবনের নিচের পথচারীরা জখম হন মারাত্মকভাবে।
দুর্ঘটনার পর গুলিস্তান এলাকায় ছুটে আসেন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। ভবনটিকে ঝুকিপূর্ণ আখ্যা দিয়ে উদ্ধারকাজে সেনাবাহিনীর সহযোগিতা নেবার কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
নিচ তলায় বিস্ফোরণের শিকার ভবনটির পাশ্ববর্তী ভবনেও দেখা দিয়েছে ফাটল। একটি বেসরকারি ব্যংকের শাখা কার্যালয়ের কয়েকটি ফ্লোরেও ভয়াবহ ক্ষতির আশংকা করা হচ্ছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্যের উপস্থিতি পাওয়া যায়নি জানিয়ে সেনাবাহিনী বলছে, বিস্ফোরণের ক্ষতিগ্রস্থ হয়েছে ভবনের প্রতিটি বিম।
মঙ্গলবার বিকেল পৌঁনে পাঁচটার দিকে বিআরটিসি বাস কাউন্টারের কাছে এই বিস্ফোরণ ছাড়াও রোববার সায়েন্সল্যাব এলাকায়ও ঘটে ঠিক এমন একটি বিস্ফোরণ। দুই দিনের ব্যবধানে একই ধরনের বিস্ফোরণে কমপক্ষে ২০ জনের মৃত্যু ভাবিয়ে তুলছে নগরবাসীকে। তাই এসব রোধে সতর্কতার পাশাপাশি কঠোর তদারকির তাগিদ ভুক্তভোগীদের।
এসএসএস