
মায়ের ইফতারি কিনে ফেরা হলো না প্রবাসী সুমনের
এখনটিভি ডেস্ক, এখন টিভি
০৭ মার্চ ২০২৩, ২১:০২
সুমন নামের এক প্রবাসী কাতার থেকে এসেছেন ১২ দিন আগে। মায়ের জন্য ইফতার কিনতে ফুলবাড়িয়ায় মার্কেটের সামনে গিয়েছিলেন সুমন। তখনই হঠাৎ বিস্ফোরণ ঘটে।
ইফতার নিয়ে আর বাসায় ফিরতে পারেনি সুমন। লাশ হয়ে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ফুলবাড়িয়ায় বিস্ফোরণের পর স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস। অনেকেই নিখোঁজ স্বজনদের খুঁজতে ঢাকা মেডিকেলের এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। হাসপাতালে না পেয়ে অনেকে আবার ঘটনাস্থলের দিকে ছুটছেন। কেউ ভাই, কেউ বোন, কেউবা আবার স্বজন বা পরিচিতদের খোঁজ নিতে এসেছেন।
নিখোঁজদের অনেকেই ওই ভবনের বিভিন্ন দোকানে কাজ করতেন। ভয়াবহ সেই বিস্ফোরণে ভবনের ভেতরের অনেকে হতাহত হয়েছেন। এছাড়া সামনের একটি বাসের সবাই আহত হন। পথচারীদের অনেকেও হতাহত হয়েছেন।
নিহতদের মৃতদেহ সনাক্ত করার জন্য আলাদা করে রাখা হয়েছে।
এসএসএস