Ekhon TV :: এখন টিভি

দু'একজনের ৮০ শতাংশ পুড়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী 

দু'একজনের ৮০ শতাংশ পুড়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

০৭ মার্চ ২০২৩, ২০:৪১

এখনটিভি ডেস্ক, এখন টিভি

০৭ মার্চ ২০২৩, ২০:৪১

ফুলবাড়িয়ায় বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু'একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাদের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

রাত সাড়ে আটটার দিকে ফুলবাড়িয়ায় হতাহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান মন্ত্রী। এসময় তিনি বলেন, 'উৎসুক জনতার কারণে চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। নিখোঁজদের কে কোথায় আছে তা এখনই বলা যাচ্ছে না। আগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তালিকা হাতে আসলেই কে কোথায় আছে তা জানা যাবে।'

এর আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে সাত জন নিহত হয়েছেন। পরদিন রোববার ঢাকার সায়েন্সল্যাবের কাছে এক ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 

এসএসএস

Advertisement
Advertisement
Advertisement