
'এটি নাশকতা নয়, দুর্ঘটনা'
এখনটিভি ডেস্ক, এখন টিভি
০৭ মার্চ ২০২৩, ১৯:৪৯
রাজধানীর ফুলবাড়িয়ায় ভবনে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়, দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তারপরও বিশেষজ্ঞরা তদন্ত করার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থলে যাচ্ছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে যান গোলাম ফারুক। এসময় তিনি সাংবাদিকদের বলেন, বিস্ফোরণ হওয়া ভবনটি বাণিজ্যিক ভবন ছিল। নিচে স্যানিটারি সামগ্রীর দোকান, গ্রামীন ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের অফিস ছিল।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আটকা মোটামুটি সবাইকে উদ্ধার করা হয়েছে। নিচতলায় কেউ আছে কি না তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৫ টার দিকে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ৫ তলা একটি ভবনে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
এসএসএস