
৭ জনকে বার্ন ইউনিটে ভর্তি
এখনটিভি ডেস্ক, এখন টিভি
০৭ মার্চ ২০২৩, ১৯:০৪
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি গেটের সামনে স্বজনদের ভিড় বাড়ছেই। অ্যাম্বুলেন্স এলেই ছুটে যাচ্ছেন তারা। ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এক একটি অ্যাম্বুলেন্স আসে আর স্বজনদের আতঙ্ক বাড়ে। কারণ প্রায় প্রতিটি অ্যাম্বুলেন্স আসার সঙ্গে সঙ্গে নিহতদের সংখ্যাও বাড়ছে।
পরিস্থিতি নিয়ে সন্ধ্যা ৭ টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। তিনি জানান, '৩৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে ভর্তি আছেন ৭ জন। বিস্ফোরণে আহতের সংখ্যা একশ ছাড়িয়েছে।' তাদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন নাজমুল হক।
বিস্ফোরণে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৫ টার দিকে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ৫ তলা একটি ভবনে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
এসআই