
গুলিস্তানে বিস্ফোরণে নিহত ১৬, আহত শতাধিক
এখনটিভি ডেস্ক, এখন টিভি
০৭ মার্চ ২০২৩, ১৮:০১
রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৫ টার দিকে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ৫ তলা একটি ভবনে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসি থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যে ভবনে বিস্ফোরণ হয়েছে তার মালিক এখন টেলিভিশনকে জানান, ভবনের চারতলা থেকে সাততলা পর্যন্ত তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে নিচতলা থেকে তিনতলা পর্যন্ত স্যানিটারি দোকান রয়েছে। সেখানে ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন।
এছাড়া বিস্ফোরণে ভবনের সামনে থাকা একটি বাসের সবাই হতাহত হয়েছেন। আহত হয়েছেন পথচারীরাও।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা নিতে আসা একজন এখন টেলিভিশনকে বলেন, 'আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভিতরে ছিলাম। হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। আমি কোনরকমে বের হয়ে আসি। আমার আশেপাশে অন্তত ২০ জন মানুষ ছিলেন।'
এর আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
ঠিক পরদিন রোববার ঢাকার সায়েন্সল্যাবের কাছে এক ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়। আজ আবার বিস্ফোরণের ঘটনা ঘটল।
এসআই