
নড়াইলে হাজারো কণ্ঠে ঐতিহাসিক ৭ মাচের্র ভাষণ

নড়াইলে ৭ মাচের্র ভাষণ পরিবেশন
০৭ মার্চ ২০২৩, ১৬:৪৮
নড়াইল প্রতিনিধি, এখন টিভি
নড়াইলে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের কণ্ঠে জাতীয় সংগীত ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরিবেশন হয়েছে। মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে নড়াইল জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।
এছাড়া এদিন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ।
এসআই