Ekhon TV :: এখন টিভি

বিআরটিএতে গিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে নানা ভোগান্তি আর হয়রানির অভিযোগ অনেক গ্রাহকের। সোজা পথে আবেদনের বার্তা যখন পৌঁছায় না তখন অনেকে বিকল্প পথের আশ্রয় নেন। জনভোগান্তির পাশাপাশি প্রতিষ্ঠানটির জন্যও যা বিব্রতকর। এমন অবস্থা থেকে পরিত্রাণে কর্তৃপক্ষের উদ্যোগ পৌঁছালো খুলনায়। একই সঙ্গে লিখিত পরীক্ষা ও আঙ্গুলের ছাপ নেয়া হবে। সোমবার (৬ মার্চ) সকালে উদ্বোধন করা হয় কার্যক্রমের।

সকাল থেকেই খুলনা সার্কেল কার্যালয়ে ছিল ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের ভিড়। তবে, বিগত সময়ের চেয়ে দিনটি ছিল তাদের কাছে একটু অন্যরকম। এক দিনেই দিতে পেরেছেন লিখিত পরীক্ষা আর বায়োমেট্রিক। এখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ঘরে বসেই পেয়ে যাবে পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স।

আগে লিখিত পরীক্ষা, বায়োমেট্রিক এবং লাইসেন্স প্রাপ্তিতে সময় লাগতো কয়েক মাস। অন্তত ৬ বার আসতে হতো বিআরটিএ কার্যালয়ে। নতুন এই কার্যক্রম চালু হওয়ায় এখন যেতে হবে মাত্র একবার। একদিনে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ডাক বিভাগের মাধ্যমে ঘরে বসে লাইসেন্স পেতে সময় লাগবে মাত্র ৭ দিন।

লাইসেন্স প্রত্যাশীরা বলেন, এখন আর আমাদের দালালের ভোগান্তিতে পড়তে হবে না। আগে ৪ থেকে ৫ বার আসতে হতো এটা হয়তো আর লাগবে না।  

প্রথম দিনে খুলনা বিআরটিএ সার্কেল অফিসে ২শ' জনের লিখিত পরীক্ষা ও বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে। বিআরটিএ, ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের সংশিষ্ট কর্মকর্তারা জানান, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া ও দুর্ভোগ কমাতে এমন পদক্ষেপ।

বিআরটিএ খুলনা সার্কেলের পরিচালক মো. মাসুদ বলেন, আগে পরীক্ষা নেওয়া হতো পরবর্তীতে বায়োমেট্রিক নেওয়া হতো। এখন একই দিনে বায়োমেট্রিক এবং পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় পাশ করলে তাকে একটা ফি জমা দিতে হবে। এর সাত দিনের মধ্যে পোষ্টের মাধ্যমে লাইসেন্স পেয়ে যাবে। 

সেবা প্রত্যাশীদের দাবি, খুব স্বল্প সময়ে যেন মুখ থুবড়ে না পড়ে এ উদ্যোগ। তাই, নিয়মিত তদারকির আহ্বান তাদের।

এফএইচ

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ দেশে এখন খবর