Ekhon TV :: এখন টিভি

মিরপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযানে তিতাসের ২৮ টিম

মিরপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযানে তিতাসের ২৮ টিম

মিরপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান

০৬ মার্চ ২০২৩, ১৯:১১

ঢাকা, এখন টিভি

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ৬ তলা ভবনে গ্যাসের চুলা জ্বলে ৯টি। ভাড়াটিয়ারা বলছেন প্রতি মাসে বিল পরিশোধ করলেও তারা জানে না সংযোগগুলো অবৈধ। একই এলাকার ৬ তলা আরেক ভবনেও ১২টি পরিবারের বসবাস। নির্মাণাধীন ভবন হলেও রয়েছে গ্যাস লাইন। অভিযানের খবর শুনে রাইজার কেটে রাখা, এলপিজির খালি সিলিন্ডার রেখে অবশ্য প্রস্তুতি নিয়ে রেখেছিলো বিভ্রান্ত করার জন্য তবে শেষ রক্ষা হয়নি। বাড়ির মালিককে না পাওয়া গেলেও ভাড়াটিয়া ও কেয়ারটেকার বলছেন, সকালেও গ্যাসের চুলা জ্বলেছে।

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (৬ মার্চ) মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালায় তিতাসের ২৮টি দল। এর মধ্যে চারটি ভবন থেকে বকেয়া জরিমানা আসে পৌনে তিন লাখ টাকা। বাকি ৩টি ভবনেও অবৈধ সংযোগের অস্তিত্ব পাওয়া যায়।

এসকল ভবনের ভাড়াটিয়ারা বলছেন, তারা প্রতিমাসেই গ্যাসের বিল দিচ্ছেন। এ লাইনগুলো অবৈধ ছিল সেটি তারা জানতেন না। 

তিতাস কর্মকর্তারা জানান, ৬ মাস আগেও বিচ্ছিন্ন করেছেন এমন ভবনেও গ্যাস সরবরাহ রয়েছে। তাদের সন্দেহ ঠিকাদার সিন্ডিকেট জড়িত এসব কাজে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও থামছে না এ অপতৎপরতা।

এদিকে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায়ে প্রতি দিনই ছোট ছোট অভিযান চালানোর দাবি কর্মকর্তাপদের। গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিশেষ অভিযান হয়েছে ২০টি। পর্যায়ক্রমে অন্য জোনেও অভিযানের কথা জানান কতৃপক্ষ।

এফএইচ

Advertisement
Advertisement
Advertisement