
টঙ্গীতে আগুনে পুড়ে গেছে দুইটি তুলার গুদাম

পুড়ে যায় দুইটি তুলার গুদামে থাকা মালামাল
০৬ মার্চ ২০২৩, ১৭:৪৯
গাজীপুর, এখন টিভি
গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে দুইটি তুলার গুদাম। সোমবার (৬ মার্চ) বেলা ১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন বটতলা এলাকায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় দুইটি তুলার গুদামে থাকা মালামাল।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, বেলা ১টায় স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এমএস