Ekhon TV :: এখন টিভি

মালামাল সরানোর পর ভাঙা হবে ভবন

আতঙ্ক কাটেনি সায়েন্সল্যাব এলাকায়

আতঙ্ক কাটেনি সায়েন্সল্যাব এলাকায়

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন

০৬ মার্চ ২০২৩, ১৬:০০

বিকট বিস্ফোরণের ক্ষতচিহ্ন পড়ে আছে মূল সড়কে। সিমেন্টের আস্তরণ ভেদ করে ভেঙে পড়া এসব দেয়াল আর পোড়া সাইনবোর্ড বলে দিচ্ছে ঘটনার ভয়াবহতা। দুর্ঘটনার পর সাইন্সল্যাব এলাকা এখনও থমথমে, এ যেনো এক ভুতুড়ে গলি।

রবিবার (৫ মার্চ) সকালে দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া আতঙ্ক এখনো কাটেনি। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির আশেপাশের বেশিরভাগ দোকানে তালা ঝুলছে। প্রতিদিন সকালে দোকান খোলার তোড়জোড় থাকলেও অধিকাংশ দোকানে আজ কর্মীরা এসেছে বেলা ১২ টার পর। ক্রেতাশুন্য দোকান, তাই আর্থিক ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, এমনিতেই এখন বেচা-বিক্রি কম হচ্ছে এর মধ্যে এরকম একটি দুর্ঘটনার ফলে আমারা আরো আর্থিক ক্ষতির সম্মুখীন হবো। 

ক্ষতিগ্রস্ত ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার দোকানে এখনো ঢুকতে পারেননি মালিকরা। তদন্ত দলের অপেক্ষায় ভবন ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা। তবে মালামাল সরিয়ে নিতে চাওয়া ব্যবসায়ীদের তালিকা করার কাজ শুরু করেছে পুলিশ।

সায়েন্সল্যাবের বিস্ফোরণের সাথে নাশকতার শঙ্কা আগেই উড়িয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে এক অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবারও জানালেন এটি নিছকই দুর্ঘটনা।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছি এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়েছেন এবং আমাদের জানামতে এখানে কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি। 

এদিকে এ ঘটনায় আহতদের মধ্যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছয়জনের ৩ জন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। তাদের শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এছাড়া ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এখন টিভিকে বলেন, তাদের সবাইকে এখনি অশঙ্কামুক্ত বলা যাবে না। আমরা তাদেরকে অবজারভেশন করছি। এখনো আইসিউ সাপোর্ট দরকার হয়নি কারন তাদের অক্সিজেন স্যাচুরেশন ভালো। 

সায়েন্সল্যাব এলাকার এই বিস্ফোরণ ও আগুনের ঘটনা ছাড়াও গেল শনিবার গুলশানের একটি ভবনে এসি বিস্ফোরিত হয়ে একজনের মৃত্যু হয়। এর আগে ১৯ ফেব্রুয়ারি গুলশানে ১২ তলা ভবনে আগুনের ঘটনায় প্রাণ হারান দুজন। এছাড়া গেলো মাসের শেষে নারায়ণগঞ্জের ভুলতা ও আড়াইহাজারে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বারবার এমন দুর্ঘটনা রোধে সতর্কতার পাশাপাশি কঠোর তদারকির তাগিদ ভুক্তভোগীদের।

এফএইচ

Advertisement
Advertisement
Advertisement