Ekhon TV :: এখন টিভি

বিল বকেয়া, কুড়িগ্রাম পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিল বকেয়া, কুড়িগ্রাম পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চার কোটি ৮২ লাখ টাকার বিল বকেয়া পড়েছে

০৫ মার্চ ২০২৩, ১৯:৪৫

কুড়িগ্রাম, এখন টিভি

চার কোটি ৮২ লাখ টাকার বিল বকেয়া পড়ায় কুড়িগ্রাম পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। রোববার (০৫ মার্চ) দুপুরের দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন নেসকোর স্থানীয় নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম।

নেসকো'র নির্বাহী প্রকৌশলী জানান, বকেয়ার পরিমাণ বেশি। তারপরও জনদুর্ভোগ এড়াতে শুধু পৌরসভা কার্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সড়ক বাতি এবং পানি সরবরাহ ব্যবস্থার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

তিনি আরও জানান, এই পরিস্থিতিতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেসকোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। পৌরসভার মেয়র প্রতিশ্রুতি দিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে ১০
লাখ টাকা পরিশোধ করবেন। এছাড়া চলতি মাসের বিল পরিশোধ করবেন। আর বকেয়া বিলগুলো পর্যায়ক্রমে পরিশোধের বিষয়ে ব্যবস্থা নেবেন মর্মে লিখিতভাবে জানিয়েছেন। 

এ প্রসঙ্গে কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম জানান, পৌরসভার জন্মলগ্ন থেকে নিয়মিতভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি। বিচ্ছিন্নভাবে বিল পরিশোধ করার কারণে পুঞ্জিভূত হয়ে বকেয়ার পরিমাণ বিশাল অংকে দাঁড়িয়েছে। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে নেসকো। সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়া হয়েছে। দ্রুত পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

এমএস

Advertisement
Advertisement
Advertisement