Ekhon TV :: এখন টিভি

বাঁধের কাজ শেষ না হওয়ায় চিন্তিত হাওরের কৃষকরা

বাঁধের কাজ শেষ না হওয়ায় চিন্তিত হাওরের কৃষকরা

হাওর রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় চিন্তিত সুনামগঞ্জের কৃষকরা

০৫ মার্চ ২০২৩, ১৬:৫৫

লিপসন আহমেদ , এখন টিভি

ফসল রক্ষা বাঁধের কাজের বর্ধিত সময়ের আর মাত্র দুই দিন বাকি। কিন্তু এখনও বাঁধের অনেক কাজ বাকি আছে।কোনো কোনো বাঁধে এখনও মাটি ফেলার কাজই শেষ হয়নি। ঝুঁকিপূর্ণ ক্লোজারও অরক্ষিত অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী বাঁধের কাজ ৮৭ শতাংশ হয়েছে। কিন্তু বাস্তবে সেটি আরও অনেক কম। 

সুনামগঞ্জে এবার ২০৩ কোটি টাকা ব্যয়ে ১০৭৮টি পিআইসি’র মাধ্যমে ৭৩৫ কিলোমিটার বাঁধের কাজ হচ্ছে। এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে ১০০ কোটি টাকা। নীতিমালা অনুযায়ী, ১৫ ডিসেম্বরের মধ্যে শুরু হওয়া কাজ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শেষ হওয়ার নির্দেশনা আছে। গত ১৫ ফেব্রুয়ারি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম কাজের অগ্রগতি দেখে ৭ মার্চ পর্যন্ত মেয়াদ বর্ধিত করেন।

কিন্তু শনিবার (৪ মার্চ) পর্যন্ত ধর্মপাশার গাগলাখালি, শয়তানখালি, মধ্যনগরের আবিদনগর বাজার সংলগ্ন বাঁধ, জিনাইরা বাঁধ, তাহিরপুরের মহালিয়া হাওরের ১৯ ও ১৪ নম্বর প্রকল্প, মাটিয়ান হাওরের বনোয়া বাঁধ, জামালগঞ্জের হালির হাওরের পুরাতন গনিয়াখাড়া, দোয়ারাবাজারের নাইন্দার হাওরের দুই, ২৮ ও ৩৫ নম্বর প্রকল্পের কাজ শেষ হয়নি। শাল্লায় ভান্ডা বিল হাওরের ৩৪ ও ভেড়া মোহনার দু’টি গুরুত্বপূর্ণ বাঁধ এবং জগন্নাথপুরের নলুয়ার হাওরের এক, নয়, ১০, ১১, ১৪ ও ১৮ নম্বর পিআইসি’র কাজ এখনও শেষ হয়নি।

হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের সদস্যসচিব চিত্তরঞ্জন তালুকদার বলেন, জেলাজুড়েই এমন অবস্থা। অনেক বাঁধেই দায়সারাভাবে মাটি ফেলে ঘাস লাগানোর কাজ শেষ না করে প্রকল্প বাস্তবায়ন কমিটি চলে এসেছে।

কৃষকরা জানান, অসময়ে দেওয়া দুর্বল বাঁধ পানির বড় ধাক্কা সামলাতে পারবে না। বাঁধের মাটির কমপেকশন হওয়ার আগেই বৃষ্টিপাত শুরু হবে। তখন বাঁধ ধসে পড়তে পারে!

জেলা হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন, হাওর রক্ষা বাঁধের কাজ শেষ পর্যায়ে। কিছু কাজ বাকি আছে, আগামী দুই দিনের মধ্যে কাজ শেষ না করতে পারলে সংশ্লিষ্ট পিআইসি’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শনিবার পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বিশ্বম্ভরপুরের কয়েকটি হাওর রক্ষা বাঁধ ঘুরে দেখার সময় বলেছেন, বাঁধের কাজে অনিয়ম কিংবা দুর্নীতি হলে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিবদের নিয়ে ৯ সদস্যের তিনটি কমিটি গঠন করা হয়েছে। তাঁরা ফসল রক্ষা বাঁধের কাজের অগ্রগতি সার্বক্ষণিক নজরদারি করছেন।

এএইচ

Advertisement
Advertisement
Advertisement