
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ

নরসিংদীতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন হয়েছে
০৫ মার্চ ২০২৩, ১৬:১৯
রাকিবুল ইসলাম , এখন টিভি
নরসিংদীর ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার ফ্যাক্টরিতে কর্মরত ৭১ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার দুপুরে ফ্যাক্টরির মূল ফটকের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
ছাঁটাইকৃত শ্রমিকরা জানান, গত ২ মার্চ ফ্যাক্টরি কর্তৃপক্ষ নোটিশ ছাড়াই কর্মরত ৭১ জন শ্রমিককে ছাঁটাই করে। এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে দৈনিক মজুরির ভিত্তিতে ফ্যাক্টরিতে কাজ করছিলো। কিন্তু নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করায় পরিবার নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন।
মানববন্ধনে ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আমিনুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমারসহ স্থানীয় শ্রমিক নেতারা বক্তব্য দেন। বক্তব্যে শ্রমিক নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ বাতিল করে চাকরিতে পুনর্বহালের দাবি জানান।
শ্রমিক ছাঁটাইয়ের বিষয়ে জানতে ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কেটে দেন। এছাড়া প্রতিষ্ঠানটির এডমিন ম্যানেজার তাজুল ইসলাম ফোন রিসিভ করেননি।
এএইচ