Ekhon TV :: এখন টিভি

অটোমেশন পদ্ধতিতে যাচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

খেলাপি ঋণের বোঝা কমাতে নানা পরিকল্পনা

০৪ মার্চ ২০২৩, ২০:২১

গ্রামীণ অর্থনীতির চাকায় ক্রমাগত শক্তি জোগাচ্ছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি খাত। বন্যা-খরার মতো প্রাকৃতিক দুর্যোগ এমনকি করোনার মতো অদৃশ্য শত্রুর চোখ রাঙানী মোকাবিলা করে মাঠে মাঠে সবুজ দৃশ্যমান করেছে এই অঞ্চলের প্রান্তিক কৃষক।

রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় ৩৬ বছর ধরে এই অঞ্চলের কৃষকদের সাথে কাজ করছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষনে আন্তর্জাতিক মান বজায় রাখায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মধ্যে প্রথম আইএসও সনদও অর্জন করে ব্যাংকটি। এবার আধুনিক ব্যাংকিং সেবার দিকে এগোচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব এই প্রতিষ্ঠানটি।

আধুনিক ব্যাংকিং সেবা দিতে চলতি মাসেই সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম চালু করতে যাচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। যে পদ্ধতিতে ঘরে বসে মাত্র কয়েক মিনিটে খোলা যাবে ব্যাংক হিসাব, চেক ছাড়াই করা যাবে লেনদেন। একই সাথে খেলাপি ঋণের বোঝা কমাতে ব্যাংকের নানা উদ্যোগের কথা এখন টিভিকে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক বলেন, ‘একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে একজন গ্রহককে ব্যাংকে আসতে হতো। কিন্তু আমরা যে অ্যাপটি করেছি সেটার মাধ্যমে ঘরে বসেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে। আমরা চেষ্টা করছি সময়উপযোগী সেটা দিতে এই এলাকার কৃষক ও অন্যদের।’

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চলতি অর্থ বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের ঋণ দিয়েছে ৬ হাজার ৮২৯ কোটি ৪১ লাখ টাকা। আর কৃষকের আমানত রয়েছে ৬ হাজার ৫৫৮ কোটি ২৭ লাখ টাকা। শস্য ঋণের পাশাপাশি কৃষি সংশ্লিষ্ট অন্য সব খাতেও সমান গুরুত্ব দিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে চায় ব্যাংকটি। থাকতে চায় এসএমই উদ্যোক্তদের পাশেও।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান রইছউল আলম মন্ডল বলেন, ‘কৃষিভিত্তিক শিল্পে আমরা অনেক ঋণ দিয়ে থাকি। এতে উৎপাদন ব্যবস্থা অনেক এগিয়ে গেছে।’ 

রাষ্ট্রায়ত্ত্ব বিশেষায়িত ব্যাংকটিতে বর্তমানে খেলাপী ঋণের পরিমাণ ১ হাজার ৪২৬ কোটি ৫৩ লাখ টাকা। খেলাপী ঋণ উদ্ধারের বিষয়ে এখন টিভিকে জোরালো পদক্ষেপের কথা জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আমাদের কর্মীদের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করাসহ নানা ভাবে আলোচনা চলে। এর ফলে ইতোমধ্যে অনেক ঋণ আদায় হয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এ বছরের মার্চে যেকোন দিন আধুনিক সুযোগ সুবিধা নিয়ে ৩৮৩টি শাখার সবগুলোতে অটোমেশন পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

আকন

Advertisement
Advertisement
Advertisement