
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টের আগুন নিয়ন্ত্রণে
এখনটিভি ডেস্ক, এখন টিভি
০৪ মার্চ ২০২৩, ১৮:২৯
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি রড তৈরির অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৪ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এরআগে বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু ও ২৫ জনের বেশি মানুষ দগ্ধ হয়।
নিহতদের মধ্যে একজনের নাম শামসুল আলম (৫০)। আহতরা হলেন, নূর হোসেন (৩০), আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), ফোরকান দাদা (৩৫), শাহরিয়ার (২৬), জাহিদ হাসান (২৬)।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনসহ ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দগ্ধ ১০ জনকে নেয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, ‘অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে আমরা এসে কাজ করছি। বিস্ফোরণে আশপাশের ৫-৬টি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে।’
এদিকে এ দুর্ঘটনার কারণ জানতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আকন