
ফসল রক্ষা বাঁধের কাজে গাফিলতি, দুই পিআইসি’র সভাপতি আটক

তাদের বিরুদ্ধে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজে গাফিলতির অভিযোগ
০৩ মার্চ ২০২৩, ১৯:১০
সুনামগঞ্জ, এখন টিভি
ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজে গাফিলতির অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহালিয়া হাওরের দুই পিআইসির সভাপতিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহালিয়া হাওরের ১৬ নং ও ১৯ নং পিআইসির সভাপতি ফজলুল হক ও মোসাহিদকে আটক করার নির্দেশ দেন। পরে থানা পুলিশ তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, বাঁধের নির্মাণ কাজে গাফিলতির কারণে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক করা হয়।
এমএস