Ekhon TV :: এখন টিভি

কুমিল্লায় বছরে প্রায় ৫ কোটি টাকার বরই উৎপাদন হচ্ছে। চলতি মৌসুমে প্রায় ৩৫০ জন  কৃষক জেলার ৭০ হেক্টর জমিতে বরই চাষ করেছেন। বাণিজ্যিক এই আবাদে তাঁরা লাভের আশা দেখছেন। 

বাজারে চাহিদা থাকায় অন্যান্য ফলের সঙ্গে কাশ্মিরী ও বলসুন্দরী জাতের বরই চাষ হচ্ছে। ফলনও বেশ ভালো হচ্ছে। কুমিল্লায় ব্যক্তি উদ্যোগে সবচেয়ে বড় বরই বাগান থেকে প্রতি মৌসুমে বিক্রি হয় ৩০ থেকে ৩৫ লাখ টাকার বরই।

বরই চাষী ইউনুস ভূঁইয়া বলেন, ইউটিউব দেখে বরই চাষে আগ্রহী হই। দুই বছর ভালোই উৎপাদন হয়েছে। গত বছর ৩৫ লাখ টাকার বরই বিক্রি করেছি। এবছরও ৩৫ লাখ টাকার কাছাকাছি বরই বিক্রি হবে। 

কুমিল্লার গোমতী নদীর চরসহ জেলার ১৭ উপজেলায় ৭০ হেক্টর জমিতে বরই চাষ হচ্ছে। হেক্টর প্রতি ১০ টন পর্যন্ত ফলন হচ্ছে। সবমিলিয়ে জেলায় বছরে উৎপাদন হচ্ছে প্রায় ৫ কোটি টাকার বরই।

বরইয়ের বাণিজ্যিক চাষাবাদ ঘিরে কুমিল্লায় নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। এর বাজারজাত প্রক্রিয়ায় জড়িয়েছেন অনেকে। 

বরই বাগানের শ্রমিকরা বলেন, জেলায় আরও বরইয়ের চাষ হলে অনেকের কাজের সুযোগ হবে। আমরা যেভাবে কাজ করতে পারছি অন্যরাও কাজ করতে পারবে।

বাগান পরিচর্যা, ফল আহরণের পরামর্শ এবং জৈব সার ও কৃষি উপকরণ দিয়ে সহযোগী হিসেবে কাজ করছে স্থানীয় কৃষি কর্মকর্তারা।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, বরই গাছ লাগানো থেকে শুরু করে ফল আহরণের করণীয় বিষয়ে আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি। আর কৃষকদের বলতে চাই, অধিক ফলনের জন্য ভালো জাতের বরই চাষ করতে হবে। 

কুমিল্লায় বরইয়ের বাগানসহ জেলার প্রায় ১৪শ' হেক্টর জমিতে বিভিন্ন ফলের চাষ করছেন স্থানীয় কৃষকরা।

এএইচ

Advertisement
Advertisement
Advertisement