Ekhon TV :: এখন টিভি

ঢাকা-বরিশাল রুটে ফের নভোএয়ারের ফ্লাইট চালু

ফ্লাইট সংখ্যা বাড়ায় খুশি যাত্রীরা

০২ মার্চ ২০২৩, ১৯:৩৫

সাত মাস বিরতির পর ঢাকা-বরিশাল রুটে ফের ফ্লাইট পরিচালনা শুরু করেছে নভোএয়ার। আর আগে থেকেই যাত্রী পরিবহন করে আসছে ইউএস বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ। ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রীরা খুশি হলেও একই দূরত্বে ভাড়ার তারতম্যে অসন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা।

পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে পরে ঢাকা–বরিশাল রুটের বিমান সংস্থাগুলো। এ কারণে গত বছরের পহেলা আগষ্ট থেকে এই রুটে নভোএয়ার ফ্লাইট চলাচল বন্ধ রাখে। এসময় চালু ছিলো ইউএস বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে আকাশ পথের যাত্রীরা কিছুটা সমস্যায় পরেন। কারণ এসময় ৩ হাজার টাকার টিকেটের দাম রাখা হয়েছে ১০ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

গত সাত মাসে পরিস্থিতি কিছুটা পাল্টেছে। বুধবার থেকে আবার এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে নভোএয়ার। প্রথম দিনে ঢাকা থেকে ৬০ জন এবং বরিশাল থেকে ৫০ জন যাত্রী নিয়ে ছাড়ে এই ফ্লাইট। যার সর্বনিম্ন ভাড়া রাখা হয় ২ হাজার ৮০০ টাকা।

নভোএয়ারের এক্সিকিউটিভ মার্কেটিং এন্ড সেলস দুর্জয় দাস শুভ বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, এই রুটে যাত্রী বাড়ার কারণে আমরা প্রাথমিকভাবে তিন দিনের জন্য ফ্লাইট চালু করেছি। ভবিষ্যতে যাত্রী আরও বাড়লে প্রতিদিন চালু করা হবে।’

এদিকে নভোএয়ার পুনরায় ফ্লাইট চালু করায় ঢাকা–বরিশাল রুটে আকাশ পথে কিছুটা হলেও প্রতিযোগীতা তৈরি হলো। তবে নভোএয়ারের ফ্লাইট সকালে আর ইউএস বাংলার ফ্লাইট বিকেলে হওয়ায় ভাড়া কমায়নি ইউএস বাংলা। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে বর্তমানে রাখছে ৩ হাজার ২০০ টাকা।

ইউএস বাংলা এয়ারলাইন্স এক্সিকিউটিভ মার্কেটিং এন্ড সেলস এস এম আসাদুজ্জামান বলেন, ‘পদ্মা সেতু চালুর পর ইউএস বাংলা এয়ারলাইন্স কখনোই তাদের ফ্লাইট বন্ধ করেনি। সেতু চালুর পরে দুই তিন মাস লোকসানে থাকলেও গেল অক্টোবর থেকেই লাভের মধ্যেই আছে।’

ফ্লাইটের সংখ্যা বাড়ায় খুশি যাত্রীরা। তবে একই দূরত্বে ভাড়ার তারতম্য নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বরিশাল অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধির সাথে সাথে আকাশ পথে যাত্রীর সংখ্যাও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এই রুটে ফ্লাইট পরিচালনার পরামর্শ তাদের।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান রিফাত ফেরদৌস বলেন, ‘যারা ফ্লাইটে যাতায়াত করেন তারা যাতে সুলভমূল্যে ভ্রমণ করতে পারেন তার জন্য এয়ারলাইন্সগুলোকে আরও মনযোগী হতে হবে।’

ঢাকা–বরিশাল আকাশ পথের দূরত্ব ৬১ এ্যারো নটিকাল মাইল। সময় লাগে মাত্র ৩০ মিনিট।

বরিশালসহ গোটা উপকূলীয় এলাকা এখন ব্যবসা বানিজ্যের প্রসার হচ্ছে। একই সাথে হচ্ছে শিল্পায়নও। ব্যবসা বানিজ্যের প্রসার সহ নানা কারনে বরিশালের সাথে এখন যশোর এবং বরিশালের সাথে আকাশ পথে চট্টগ্রামকে যুক্ত করা উচিত বলে মনে করছেন সংস্লিস্টরা। আর এ কারনে ঢাকা-বরিশাল-চট্টগ্রাম এবং ঢাকা–বরিশাল–যশোর রুটে ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন তারা।

আকন

Advertisement
Advertisement
Advertisement