
বিলবোর্ডের আয়ের টাকা বকেয়া, সৌন্দর্য্য হারাচ্ছে বগুড়া
হেদায়েতুল ইসলাম বাবু , এখন টিভি
০২ মার্চ ২০২৩, ১৪:২৭
ভ্যাটসহ প্রায় ৯২ লাখ টাকার মধ্যে বগুড়া পৌরসভার বিলবোর্ডের বিজ্ঞাপন ফি ৮৭ লাখ টাকাই বকেয়া। দফায় দফায় নোটিশ করে ৫০ প্রতিষ্ঠানের মধ্যে বকেয়া শোধ করেছে মাত্র ৬টি প্রতিষ্ঠান। এদিকে ভবন, সড়ক, ডিভাইডারে অসংখ্য ব্যানার-বিলবোর্ডসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য্য হারাতে বসেছে বড় পৌরসভা বগুড়া।
বগুড়া শহরের মফিজ পাগলার মোড় গিয়ে দেখা যায়, ছোট বড় ভবনের দেয়ালজুড়ে বিজ্ঞাপন। শেরপুর সড়ক ধরে সাতমাথা পর্যন্ত সড়কের দু'পাশে বৈদ্যুতিক খুঁটি, তার এমনকি রোড ডিভাইডারে গাছ-গাছালিতেও পেরেক ঠুকে লাগানো হয়েছে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান আর সংগঠনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড। এমন বিজ্ঞাপনী প্রচারনায় সৌন্দর্য্য হারাতে বসেছে গোটা পৌর এলাকা।
এক স্থানীয় বলেন, ‘একটি পরিচ্ছন্ন শহর, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। এটা পৌরসভার দেখার বিষয়, কিন্তু তারা আসলে ব্যর্থ হয়েছে।’
পৌরসভা আদর্শ কর তফসীল ২০১৪ অনুযায়ী ক শ্রেণির পৌরসভায় প্রতি বর্গফুট সাধারণ সাইনবোর্ডের জন্য একশ ও দেড়শ এবং আলোকসজ্জিত প্রতিবর্গফুট সাইনবোর্ডের জন্য বিজ্ঞাপন ফি নির্ধারণ করা হয় দেড়শ থেকে দুইশ টাকা । কিন্তু বগুড়া পৌরসভায় ২০১৭-১৮ অর্থ বছরে ৫০টি প্রতিষ্ঠান বিজ্ঞাপনী বিলবোর্ডের অনুমোদন নিলেও ভ্যাটসহ তাদের কাছে বকেয়া ৮৭ লাখ টাকারও বেশি। এর বাইরে আছে অসংখ্য বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন।
বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান রিপন বলেন, ‘এর আগে কি হয়েছে সেটা আমি নিশ্চিত করতে না পারলেও ভবিষ্যতের বিষয়ে আমরা আরো যত্নবান হবো। ইতোমধ্যে আমরা বিলবোর্ডের তালিকা করেছি, এবং সে অনুযায়ী যা করা দরকার সেটা আমরা করবো।’
পৌরসভার সৌন্দর্যের প্রশ্নে পৌর মেয়রের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা জিম্মি। অনেকে প্রশাসনের দোহাই দিয়ে বিলবোর্ড, ব্যানার টানিয়ে পৌরসভার সৌন্দর্য্যহানী ঘটাচ্ছে।
বগুড়া পৌরসভা মেয়র রেজাউল করীম বাদশা বলেন, ‘এই বিলবোর্ডের টাকা আমাদের দরকার নেই। কারণ এই টাকার চেয়ে পৌরসভার সৌন্দর্য্য আমার কাছে বড় বিষয়।’
পৌরসভায় অনুমোদন ছাড়া বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার টানানো কিংবা দেয়াল লিখন ও পোস্টার সাঁটালে- দেয়াল লিখন ও পোষ্টার নিয়ন্ত্রণ আইনে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫ থেকে ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১৫ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদন্ডসহ নিজ খরচে সংশ্লিষ্ট দেয়াল লিখন বা পোস্টার অপসারণের বিধান রাখা হয়েছে।
আকন