Ekhon TV :: এখন টিভি

চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

স্টেশন চালুতে খুশি মিরপুর ১০ সংলগ্ন বাসিন্দারা

০১ মার্চ ২০২৩, ১৬:৪৪

মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বর। কত যে ভোগান্তি, কি পরিমাণ যানজট- তা শুধু মিরপুরবাসীই নয়, জানেন ঢাকার অনেকেই। কমবেশি এর স্বাক্ষী অনেকেই। অথচ এই মিরপুর ১০ কে বলা হয় রাজাধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা। একই সঙ্গে ঢাকার উত্তরাংশের যোগাযোগের সবচেয়ে বড় হাব।

মেট্রোরেল এ শহরের মানুষকে যে আশার আলো দেখিয়েছে, তার জন্য মিরপুর ১০ নম্বর এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা ও কর্মমুখী মানুষের অপেক্ষা অনেকদিনের। 

অবশেষে বুধবার সকালে সে অপেক্ষার অবসান হলো। মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে চালু হলো মিরপুর ১০। এটি চালু হওয়ায় সুবিধা পাবেন বাণিজ্যিক অঞ্চল হিসেবে পরিচিত মিরপুর-১০ নম্বর এলাকার যাত্রীরা। তবে স্টেশন ও মেট্রোরেল ব্যবহারে এই এলাকার মানুষের অভ্যস্ত হতে ১৫-২০ দিন সময় লাগবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

মিরপুর-১০ নম্বর স্টেশন চালুতে স্বস্তি আর খুশিতে যাত্রী সাধারণ। তারা বলছেন, সকালের ভোগান্তি কমলেও থেকে যাবে অফিস থেকে ফেরার বিড়স্বনা। তাই তাদের চাওয়া, দ্রুত চালু হোক মেট্রোরেলের বিকেলের শিফট।    

আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত মোট ৯টি স্টেশন। এরইমধ্যে চালু হয়ে গেছে আগারগাঁও, মিরপুর ১০ পল্লবী, উত্তরা সেন্টার এবং দিয়াবাড়ি স্টেশন। বাকি রইল কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১১ ও উত্তরা দক্ষিণ। খুব দ্রুত এই স্টেশনগুলোও চালু করে দেয়া হবে জানালেন এমআরটি লাইন-৬ এর ব্যবস্থাপক মাহফুজুর রহমান।

ডিসেম্বরের মধ্যে চালু হতে পারে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাকি অংশ।

আকন

Advertisement
Advertisement
Advertisement