Ekhon TV :: এখন টিভি

রেলের 'টিকিট যার ভ্রমণ তার' কর্মসূচি শুরু

নিবন্ধন ছাড়া মিলবে না রেলের টিকিট

নিবন্ধন ছাড়া মিলবে না রেলের টিকিট

ট্রেনে চড়তে লাগবে এনআইডি রেজিস্ট্রেশন

০১ মার্চ ২০২৩, ১৫:২৪

মাহমুদ রাকিব , এখন টিভি

টিকিট যার ভ্রমণ তার- এই ব্যবস্থাকে সামনে রেখে আজ থেকে শুরু হলো স্মার্ট রেলের যাত্রা। যেখানে যাত্রীদের আগে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কাটতে হবে টিকিট। শুধু তাই নয়, রেলের মধ্যে চেকিংয়ের সময় যাত্রীদের এনআইডি কার্ড প্রদর্শন করতে হবে। মূলত যাত্রী ভোগান্তি ও টিকিটের কালোবাজারি বন্ধ করতে এ উদ্যোগ বলে জানান রেলমন্ত্রী। 

এদিকে প্রথমদিন কমলাপুরে বুথ সংকটে রেজিস্ট্রেশন করতে বেশ বেগ পেতে হয়েছে যাত্রীদের।

সরেজমিনে রেলস্টেশনে দেখা যায়, সবার হাতে হাতে মোবাইল আর চোখ মোবাইলের স্ক্রিনে। সেবা দেয়ার জন্য টেবিলে বসা মাত্র একজন। যাত্রীরা সকলে তাকে ঘিরে আছে সেবা পাওয়ার আশায়।

মূলত রেলের টিকিট কাটতে কমলাপুর রেলস্টেশনের একমাত্র রেজিস্ট্রেশন বুথে এ ভিড়। কারণ পহেলা মার্চ থেকে এই রেজিস্ট্রেশন ছাড়া করা যাবে না রেলের টিকিট। তাই যে সব যাত্রী নিজেরা মোবাইল থেকে এনআইডি ও জন্মতারিখ ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদেরকে সহায়তা করা হচ্ছে এ বুথ থেকে। বুথের স্বল্পতা নিয়ে যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তারা বলেন, ‘পুরো স্টেশনে মাত্র একজন লোক বসিয়েছে, এটা কিভাবে সম্ভব এতগুলো মানুষের কাজ একা করা? অনেক বৃদ্ধরা এখানে আসেন সেবা নিতে কিন্তু তারা দীর্ঘ লাইনে দাঁড়ানোটা খুবই কষ্টের। তাই আমাদের সকলেরই দাবি এখানে সেবা বুথ আরও বেশি বাড়ানোর।’ 

সকাল নয়টার দিকে রেলমন্ত্রী কমলাপুর রেলস্টেশনে এসে টিকিট যার ভ্রমণ তার সেবা কার্যক্রমের উদ্বোধন করে বলেন, রেজিস্ট্রেশন ছাড়া এখন থেকে কাউকে আর টিকিট দেয়া হবে না। এমনকি যাত্রীকে টিটিইর কাছে তার এনআইডি বা জন্মনিবন্ধন দেখিয়ে টিকিটের মালিকানার প্রমাণ দিতে হবে। বিনা টিকিটে ভ্রমণ করলে যাত্রীদের পজ মেশিনের মাধ্যমে ভাড়া নেয়ার পাশাপাশি জরিমানাও করা হবে পলে জানান মন্ত্রী।

পরে রেলমন্ত্রী টিকিট চেক করার জন্য ১০০ পজ মেশিন হস্তান্তর করেন। একটি এনআইডি কার্ডে চারজন যাত্রীর টিকিট নেয়া যাবে তবে যাত্রী হিসেবে রেলে এনআইডিকার্ডধারীকে অবশ্যই ভ্রমণ করতে হবে।

বুধবার পর্যন্ত প্রায় ৪ লাখ যাত্রী রেলের টিকিট কাটার জন্য অনলাইন ও এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন।

আকন

Advertisement
Advertisement
Advertisement