
গাজীপুরে আগুনে পুড়ে গেছে ১০টি ঝুট গুদাম

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
০১ মার্চ ২০২৩, ১৩:৫৮
গাজীপুর, এখন টিভি
গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনে অন্তত ১০টি গুদাম ও গুদামে রক্ষিত মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দেউলিয়াবাড়ি বেলতলা এলাকার ইসরাফিলের গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের অন্তত ১০টি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, কাশিমপুর, ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এমএস