Ekhon TV :: এখন টিভি

নরসিংদীতে কাপড় তৈরির কারখানায় আগুন, ‘কোটি টাকার ক্ষতি’

নরসিংদীতে কাপড় তৈরির কারখানায় আগুন, ‘কোটি টাকার ক্ষতি’

সন্ধ্যায় ফ্যাক্টরির ভেতরের একটি কক্ষে ধোয়া দেখতে পান শ্রমিকরা

০১ মার্চ ২০২৩, ১৩:৫৩

নরসিংদী, এখন টিভি

নরসিংদীর মাধবদীতে মনির উইভিং নামে কাপড় তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি দল।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ফ্যাক্টরির ভেতরের একটি কক্ষে ধোয়া দেখতে পান শ্রমিকরা। প্রাথমিকভাবে নিজস্ব পদ্ধতিতে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে নরসিংদী সদর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিয়ন্ত্রণে আসার আগেই সুতা ও মেশিনারিজসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি উইভিং ফ্যাক্টরি মালিক মনির হোসেনের।

নরসিংদী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান উদ্দিন বলেন, ক্ষয়ক্ষতি পরিমাণ এবং আগুন লাগার মূল কারণ এখনই বলা যাচ্ছে না।

এমএস

Advertisement
Advertisement
Advertisement