
শেরপুরে এক গাভীর চার বাচ্চা প্রসব

বাছুরগুলো দেখতে ভিড় জমায় উৎসুক গ্রামবাসী
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০১
শেরপুর, এখন টিভি
শেরপুরের নকলায় এক গাভী একসাথে চারটি বাছুর প্রসব করেছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামে ওই ঘটনা ঘটে।
এদিকে এই খবর ছড়িয়ে পরলে বাছুরগুলো দেখতে ভিড় জমায় উৎসুক গ্রামবাসী।
এবিষয়ে গাভীটির মালিক কৃষক শফিকুল ইসলাম জানান, গাভীটি ফ্রিজিয়ান ক্রস জাতের। বর্তমানে ৪টি বাছুরসহ গাভীটি সুস্থ রয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী জানান, খবর পেয়ে আমরা কৃষক শফিকুল ইসলামের বাড়ি গিয়ে গাভী ও বাছুরগুলো দেখে শারীরিক পরীক্ষা করি। গাভীটি এক সঙ্গে চারটি বাছুর প্রসব করে একটু দুর্বল হয়ে গেছে। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই। ওই কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।
এমএস