Ekhon TV :: এখন টিভি

৪৫ বছর পর ফের চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস

৪৫ বছর পর ফের ঢাকায় চালু হবে আর্জেন্টিনা দূতাবাস

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫

৪৫ বছর পর ফের ঢাকায় শুরু হবে আর্জেন্টিনার দূতাবাস কার্যক্রম। অন্যদিকে আর্জেন্টিনাতেও দূতাবাস খোলার পরিকল্পনা করছে বাংলাদেশ। দু'দিনের সফরে সকালে ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে একথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা নজর কাড়ে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার।

আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের পর অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্টকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠির উত্তরে ঢাকায় ফের আর্জেন্টিনার দূতাবাস চালুর আগ্রহ প্রকাশ করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

এর আগে ১৯৭৮ সালে আর্জেন্টিনার তৎকালীন সরকার বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। ফলে ভ্রমণের জন্য ভিসাসহ কূটনৈতিক কার্যক্রম প্রতিবেশী ভারতের দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিলো। তবে দু'দেশের মধ্যে রাজনৈতিক, কৌশলগত এবং বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল করতে পুনরায় দূতাবাস চালু করা হচ্ছে।

দূতাবাস উদ্বোধন উপলক্ষে সকালে দুইদিনের সফরে ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পরররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। কূটনৈতিক সহযোগিতা, কৃষি ও ফুটবল বিষয়ে কয়েকটি সমঝোতা ও চুক্তি সইয়ের কথা রয়েছে।

এদিকে আর্জেন্টিনায় বাংলাদেশের দূতাবাস খোলা যায় কিনা তা নিয়েও আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস খুলবে। আমরাও তাদের বলবো বাংলাদেশে তারা যেন ব্যবসা বাণিজ্য বাড়ায়। আমাদের দেশ থেকে আর্জেন্টিনায় খেলোয়াড় পাঠাবো ট্রেনিংয়ের জন্য। ইতোমধ্যে বাংলাদেশ থেকে একজন সেখানে কাজ করছে।’

২০২১ সালে আর্জেন্টিনা থেকে ৮৭ কোটি ৬০ লাখ ডলারের সয়াবিন তেল, ময়দা, ভুট্টা ও গমসহ বিভিন্ন পণ্য আমদানি করে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় পণ্য গেছে মাত্র ১ কোটি ৪০ লাখ ডলারের। দূতাবাস স্থাপন ও চুক্তি সম্পাদনের ফলে দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আকন

Advertisement
Advertisement
Advertisement