বরিশালে ইফতার সামগ্রীর দাম পণ্যভেদে বাড়বে ৫ থেকে ৫০ টাকা পর্যন্ত। কাঁচামালের বাড়তি দামের কারণেই এই সিদ্ধান্ত বলে জানান, হোটেল-রেস্তোরাঁ মালিকরা। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, মাত্রাতিরিক্ত দাম আর অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।