
নওগাঁয় ৪৮ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ
আব্বাস আলী , এখন টিভি
০৬ জানুয়ারি ২০২৩, ১৫:৫১
নওগাঁর ১১ উপজেলায় হচ্ছে সরিষা চাষ। সরকারি প্রণোদনা এবং ভালো দাম পাওয়ায় জেলায় বেড়েছে সরিষার আবাদ। ভোজ্যতেলের চাহিদা পূরণ এবং আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
স্থানীয় চাষিরা জানান, প্রতিবিঘা জমিতে সরিষা চাষ করতে পানি সেচ, সার, ঔষধ ও শ্রমিকসহ আনুষঙ্গিক খরচ পড়ে ৩ থেকে ৪ হাজার টাকা। গত বছরের হিসেবে অনুযায়ী ৫ মন সরিষার দাম আসে ১৭ হাজার টাকা। যেখানে খরচ বাদ দিয়ে লাভ থাকে ১৩ হাজার টাকা। এমনকি সরিষার ফুল-পাতা জমিতে পড়ে জৈব সারের চাহিদা পুরণ করে বলে জানান কৃষকরা।
এক কৃষক বলেন, সরিষা চাষ করলে আমাদের ইরি ধানের দাম উঠে আসে। তবে সরিষা জালানি আকারেও ব্যবহার করা যায়, এছাড়া সরিষার পাতা জমিতে প্রয়োগ করলে জৈব সার হিসেবে কাজ করে।
নওগাঁয় জেলায় চলতি বছরে ৪৭ হাজার ৮০০ হেক্টর জমিতে উন্নত জাতের বারি-১৪, ১৫, ১৭, ১৮ এবং বিনা-৪, ৯ এবং টরি-৭ সরিষার আবাদ হয়েছে। জেলার ২৮ হাজারের বেশি কৃষক পেয়েছেন উন্নত জাতের ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ভোজ্যতেলের চাহিদা পুরণ এবং আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষে উদ্বুদ্ধ করা হয়েছে কৃষকদের।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক আবু হোসেন বলেন, আমরা মৌসুমের শুরু থেকেই সরিষা চাষের বিষয়ে কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। উন্নত প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করে আমরা ফলনের লক্ষ্যমাত্রায় পৌঁছেছি। তাই আশা করছি, কৃষকরা অনেক লাভবান হবেন।
চলতি বছর জেলায় ৭২ হাজার ৫০০ টন সরিষা উৎপাদনের সম্ভবনা রয়েছে বলে মনে করছে কৃষি বিভাগ।
এসআই