Ekhon TV :: এখন টিভি

প্রাকৃতিক দুর্যোগ ও নানা প্রতিকূলতার পরও চলতি বছর ঝালকাঠিতে আমনের বাম্পার ফলন হয়েছে। জেলায় আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ধান গোলায় তুলতে কৃষকদের ব্যস্ততাও বেড়েছে, ভালো দাম পাওয়ায় খুশি তাঁরা। সংশ্লিষ্টরা বলছেন, গত ১০ বছরেও ধানের এমন ফলন দেখেননি তাঁরা।

চলতি বছর মৌসুমের শুরুতে অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে শংশয় ছিলো। তবে সব শঙ্কা কাটিয়ে ধানের বাম্পার ফলন হয়েছে। যা গত বছরের তুলনায় এবার মণ প্রতি ২০০ টাকা বেশি লাভ করছে কৃষকরা। তাদের আশা শেষের দিকে আরো দাম বাড়বে ।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, গত বছরের তুলনায় এ বছর ধানের ফলন অনেক ভালো হয়েছে। গত ১০ বছরে আমাদের তেমন ভালো ফলন হয়নি। পৌষ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ধান কেটে মাড়াই করতে হয়।

জেলার কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার সার-বীজ ও নিয়মিত কৃষি বিভাগের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের পরিশ্রমের কারণে ভালো ফলন হয়েছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা ।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা এবং কৃষকের অক্লান্ত পরিশ্রমের পরিচর্যার কারণে চলতি বছর অধিক আমন ধানের ফলন হয়েছে।

চলতি বছর এই জেলায় ৪৭ হাজার ৭৫০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। সে অনুযায়ী জেলা থেকে ৯৪ হাজার মেট্রিক টন চাল পাওয়া যাবে।

এসআই

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ কৃষি খবর