
পশুপাখি পালনে সমৃদ্ধ আঞ্চলিক অর্থনীতি
অর্থনীতিতে ৫ হাজার কোটি টাকা অবদান
মুজাহিদ মুন্না , এখন টিভি
০২ মার্চ ২০২৩, ১৯:১৪
গৃহপালিত পশুপাখি পালন করে সমৃদ্ধ মেহেরপুরের আঞ্চলিক অর্থনীতি। গবাদি পশু পালন ও সরবরাহ করে এই জেলা অবদান রাখছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। জেলায় বড় বড় খামারের পাশাপাশি বাড়ির উঠোনেও গড়ে উঠেছে ছোট ছোট বেশ কয়েকটি গবাদি পশুর খামার। চলতি বছর কৃষি পণ্যের পাশাপাশি শুধু গৃহপালিত পশুপাখি থেকেই অর্থনীতিতে এই জেলার অবদান প্রায় ৫ হাজার কোটি টাকা।
মান ও স্বাদের কারণে মেহেরপুরের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের সুখ্যাতি ছড়িয়েছে বিদেশেও। মাংস সুস্বাদু হওয়ায় ব্ল্যাক বেঙ্গলের নাম জায়গা করে নিয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও।
মেহেরপুরের আঞ্চলিক অর্থনীতিতেও অবদান রাখছে এই জাতের ছাগল। গত তিন বছরে মেহেরপুরেই ছাগল পালন হয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৫২৩ টি। যার বাজার দর প্রায় ২ হাজার ৮০৫ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার টাকা। তবে গৃহপালিত পশু পাখির মধ্যে সবচেয়ে বেশি অর্থ এসেছে গরু থেকে। এই সময়ে জেলায় গরু পালন হয় ৮ লাখ ৪ হাজার ৪৪৪টি। যার বাজার মূল্য প্রায় ১২ হাজার ৬৬৬ কোটি ৬ লাখ টাকা।
খামারিরা বলেন, ‘বাড়িতে গরু পালন করে আমাদের অনেকেরই সংসার চলে। এছাড়া ছাগল পালন করেও আমরা আর্থিকভাবে অনেক লাভবান হয়েছি।’
গবাদি পশুর পাশাপাশি উন্নত জাতের মুরগি ও হাস, কবুতর, কোয়েল ও টার্কিতে স্বয়ংসম্পূর্ণ মেহেরপুর। পশু, পাখি পালনে খামারিদের দিক নির্দেশনার পাশাপাশি রোগ বালাই দমনেও নিয়মিত তদারিক করছে জেলা প্রাণী সম্পদ কার্যালয়।
মেহেরপুর জেলা প্রণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘মেহেরপুর থেকে অনেক বড় বড় গরু ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। এতে এই এলাকার চাষিরা অনেক লাভবান হচ্ছে। আর কৃষকদের ভ্যাকসিনসহ যেকোন সহযোগীতা আমরা করে যাচ্ছি।’
এদিকে সঠিক পরিকল্পনা ও প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের উদ্বুদ্ধ করা গেলে এই খাত থেকে আরও বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন মেহেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ হাবিবুর রহমান।
গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে জেলার অসহায় ও দরিদ্রের মধ্যে গৃহপালিত পশু, পাখি বিতরণের পাশাপাশি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার কথা জানিয়েছেন মেহেরপুর সদর চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম।
মেহেরপুরে গবাদিপশুর বাজার রয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকার, এই খাতে অর্থনৈতিক পরিসর আরও বাড়াতে বিভিন্ন কর্মপরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রাণীসম্পদ কার্যালয়।
আকন