
অভিবাসীদের ব্যাপকহারে নাগরিকত্ব দিচ্ছে ইতালি
এখনটিভি ডেস্ক, এখন টিভি
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪০
ইতালি ইউরোপের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। নাগরিকত্ব আইনের জটিলতার কারণে অনেকেই অপার সম্ভাবনার দেশে স্থায়ী হতে পারেননি। তবে, জর্জিয়া মেলোনি সরকারের বিশেষ কর্মসূচির ফলস্বরূপ, বছরের শুরু থেকে প্রায় ৩ লাখ ৩৯ হাজার নতুন পাসপোর্ট ইস্যু করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনায় এ বছর দুই মাসেরও কম সময়ে বিপুল সংখ্যক অভিবাসী নাগরিকত্ব পেয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি মহামারী হওয়ার পরপরই পরিকল্পনা বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন। জানুয়ারি মাসে পাসপোর্ট দেওয়া হয়েছে ১ লাখ ৯০ হাজার ৪৫৬ জনকে।
১ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ১ লাখ ৪৮ হাজার ৫৮৪টি নতুন পাসপোর্ট ইস্যু করা হয়েছে। যেখানে গত সপ্তাহে মাত্র ৫৯ হাজার ৪২৫ জন পাসপোর্ট পেয়েছেন।
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইতালি। দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৯০টি দেশে ভ্রমণ করতে পারেন।
ইতালির বাংলাদেশ অভিবাসী সমিতির সভাপতি মো. এমএইচ মুক্তার বলেন, দীর্ঘদিন ধরে ইতালি বিদেশিদের পাসপোর্ট ইস্যুতে জটিলতা রয়েছে। ক্রমাগত অভিযোগের ভিত্তিতে সমস্যা সমাধানে তদন্ত কমিটি গঠন করা হয়। ফলে এ বছর থেকে কিছু সমস্যার সমাধান হয়েছে।
গত বছর ইতালিতে ইস্যু করা হয় প্রায় ১৮ লাখ পাসপোর্ট। এই গতি বজায় থাকলে চলতি বছর সংখ্যাটি ২২ লাখে পৌঁছাবে বলে ধারণা করছে ইতালিয়ান পাসপোর্ট সংশ্লিষ্ট অধিদপ্তর। বাংলাদেশিরাও দক্ষতার প্রমাণ দিয়ে এই সুযোগ কাজে লাগাতে পারেন ।
এসআই