Ekhon TV :: এখন টিভি

এবার হজ পালনে চারটি শর্ত দিলো সৌদি আরব

এবার হজ পালনে চারটি শর্ত দিলো সৌদি আরব

হজে যেতে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে

২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০১

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, এখন টিভি

হজে যেতে আগ্রহীদের করোনা টিকা ছাড়াও মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে। এছাড়া বড় দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকা যাবে না। এ বছর হজের পালনে এমন আরও দুটি শর্ত দিয়েছে সৌদি আরব। 

প্রবাসীরা বলছেন, নতুন চারটি শর্ত জটিলতা বাড়াতে পারে। এছাড়া নিবন্ধন কার্যক্রমেও ধীরগতির অভিযোগ করছেন অনেকে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ থেকে এবার পূর্ণ কোটায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এ জন্য গত ৮ই ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন চলছে। শেষ হবে বৃহস্পতিবার ২৩শে ফেব্রুয়ারি। কিন্তু গত ১৪ দিনে মাত্র ৮ হাজার ৮২৭ জন নিবন্ধন করেছেন। অর্থাৎ মোট হজযাত্রীর মাত্র সাত শতাংশ নিবন্ধন হয়েছে।

এবার হজ পালনে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব। এগুলো হলো করোনাভাইরাস, মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে। যারা হজ করেননি এবার তাদের অগ্রাধিকার থাকবে। হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর এবং কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।

শর্তগুলো জানিয়ে এরইমধ্যে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দেয়া হয়েছে। এ নিয়ে সৌদি আরবে থাকা প্রবাসীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন, ৯ই জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। অংশ নেবেন ২৫ লাখের বেশি মুসল্লি। বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

আকন

Advertisement
Advertisement
Advertisement